Haryana cricket team c🐠reate history: হিমাংশু রানার অপরাজিত সেঞ্চুরি এবং অংশুল কাম্বোজের দুর্দান্ত বোলিংয়ের সাহায্যে চলতি বছরের বিজয় হাজারে ট্রফির ফাইনালে উঠেছে হরিয়ানা। হরিয়ানা এদিন প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়াও, ১৯৯০-৯১ রঞ্জি ট্রফির পর পুরুষদের ঘরোয়া কোনও প্রধান টুর্নামেন্টের ফাইনালে প্রথমবার জায়গা করল হরিয়ানা। বুধবার রাজকোটে পাঁচবারের চ্যাম্পিয়ন তামিলনাড়ুকে ৬৩ রানে হারিয়ে বিজয় হাজারে ট্রফি ২০২৩-এর ফাইনালে প্রবেশ করেছে হার্ষাল প্যাটেল, যুবরাজ সিংরা। এর ফলে হরিয়ানা তাদের বিজয়ী অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ফাইনালে রাজস্থান ও কর্ণাটকের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে হরিয়ানা। ফাইনাল খেলা হবে শনিবার। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৯৩ রানের শক্তিশালী স্কোর করে হরিয়ানা। জবাবে তামিলনাড়ু দল ৪৭.১ ওভারে ২৩০ রান করে অল-আউট হয়ে যায়।
৩০ রানে চার উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দেন ফাস্ট ব🅷োলার অংশুল কাম্বোজ। তবে হরিয়ানার এদিনের জয়ের নায়ক ছিলেন হিমাংশু রানা। তিনি ১১৮ বলে অপরাজিত ১১৬ রান করেন। এদিনের ইনিংসে তিনি ১১টি চার ও দুটি ছক্কা মেরেছিলেন। হরিয়ানার ওপেনার যুবরাজ সিং এদিন ৭৬ বলে ৬৫ রান করেছিলেন। এরই সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩২ রান যোগ করে দলকে প্রাথমিক ধাক্কা থেকে উদ্ধার করেন তিনি। এর পরে, হরিয়ানার মিডল অর্ডার ভেঙে পড়ে এবং এক সময় তাদের স্কোর ছিল ছয় উইকেটে ২০৬ রান।
এমন অবস্থায় সুমিত কুমার ৩০ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সেই সময়ে তিনটি চার ও তিনটি ছক্কা সাহায্যে ৪৮ রান করেন তিনি। সপ্তম উইকে♑টে রানার সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন সুমিত কুমার। তামিলনাড়ুর পক্ষে টি নটরাজন তিনটি এবং বরুণ চক্রবর্তী ও এসএ কিশোর দুটি করে উইকেট নেন। চ্যালেঞ্জিং টার্গেটের সামনে তামিলনাড়ুর দল শুরুতেই ধাক্কা খায়। ৯ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। যেন প্রথমেই তারা হেরে যায়। এরপর ২১তম ওভারে তাদের স্কোর চার উইকেটে ৭৬ রানে পরিণত হয়।
বাবা ইন্দ্রজিৎ (৭১ বলে ৬৪ রান) তামিলনাড়ুর আশা বাঁচিয়ে রাখলেও অপর প্রান্ত থেকে ত🔯িনি যথেষ্ট সমর্থন পায়নি। অধিনায়ক দীনেশ কার্তিক ৩৫ বলে ৩১ রান করেন এবং ইন্দ্রজিতের সঙ্গে পঞ্চম উইকেটে ৫৮ রান যোগ করেন। এই দুজন ছাড়াও নারায়ণ জগদীসান ৩০ রান, সাই কিশোর ২৯ রান এবং বিজয় শঙ্কর ২৩ রান করেন। এদি🅘ন বড় স্কোর ছুঁতে পারেননি তাঁরা। কাম্বোজের চার উইকেট ছাড়াও হরিয়ানার হয়ে রাহুল তেওয়াতিয়া ৫০ রানে দুটি উইকেট নেন। সুমিত কুমার, নিশান্ত সিন্ধু ও হার্ষাল প্যাটেল একটি করে উইকেট শিকার করেছিলেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন হিমাংশু রানা।