Vijay Hazare Trophy 2023 1st quarter final: প্রথমে যুজবেন্দ্র চাহালের চার উইকেট তারপরে অঙ্কিত কুমারের ১০২ বলে ১০২ রানের ইনি꧟ংস, হরিয়ানারা সামনে কাজে এল না শাহবাজ আহমেদের শতরান। শেষ পর্যন্ত হরিয়ানার কাছে হেরে গেল বাংলা। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলাকে চার উইকেটে হারাল হরিয়ানা। এ দিনের ম্যাচটি রাজকোটে খেলা হয়েছিল। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা। প্রথমে ব্যাট করতে নেমে দলের ১৫ রানের মধ্যেই রঞ্জত সিংয়ের উইকেট হারায় বাংলা। ৬ রান করে সাজঘরে ফিরে যান রঞ্জত। এরপরে অভিষেক পোড়েল ও সুদীপ ঘড়ামি ইনিংসকে সামলানোর কাজ শুরু করেন।
তবে ৩৩ বলে ২১ রান করে আউট হন সুদীপ। এরপরে অনুষ্টুপও মাত্র ১৪ রান করে আউট হন। ফলে ৭০ রানেই ৩ উইকেট হারিয়েছিল বাংলা। এরপরেই অভিষেক পোড়েলও সাজঘরে ফিরে যান। ফলে ৭৪ রানে চার উইকেট হারিয়েছিল বাংলা। এরপরে ব্যাট হাতে লড়াই শুরু করেন শাহবাজ আহমেদ। ১১৮ বলে ১১০ রানের ইনিংস খেলেন তিনি। ঋত্বিক চৌধুরি ১৩ বলে ৫ রান করে চাহালের শিকার হন। করন লাল ১৩ রান করে রান আউট হয়ে সা⛦জঘরে ফিরে যান। এরপর প্রদীপ্ত প্রামানিক ১৯ বলে ২১ রান করেন ও শাহবাজকে সঙ্গ দেন। ১৮২ রানে সাত উইকেট হারায় বাংলা।
এরপরে মহম্মদ কাইফ ২ রান ও ইশান পোড়েল শূন্য রান করে আউট হন। সাত রান করে অপরাজিত থাকেন সুমন দাস। নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল। এই ম্যাচে হরিয়ানার হয়ে সুমিত কুমার ও রাহুল তেওয়াটিয়া 🐈২টি করে উইকেট ও নিশান্ত সিন্ধু একটি উইকেট শিকারꦆ করেন। তবে যুজবেন্দ্র চাহাল ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে বাংলার চার উইকেট তুলে নেন।
২২৬ রান তাড়া করতে নেমে ৩ রানেই যুবরাজের উইকেট হারিয়ে ছিল হরিয়ানা। ১ রান করে কাইফের শিকার হন যুবরাজ। এরপরে হিমাংশু রানাকে স্বস্তায় ফেরান ইশান পোড়েল। ১৪ রানে দুই উইকেট হারানোর পরে দলের হাল ধরেন হরিয়ানার ওপেনার অঙ্কিত কুমার। ১০২ বলে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। প্রথমে অশোক মেনারিয়াকে সঙ্গে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন। এবং দলকে ১৪০ রানে নিয়ে যান। অশোক ৩৯ রানে আউট হয়ে যেতে নিশান্ত সিন্ধুকে নিয়ে আরও ৩০ রান যোগ করেন। এরপরে অঙ্কিত আউট হওয়ার পরে নিশান্ত হরিয়ানার রানকে এগিয়ে নিয়ে যান। রোহিত প্রমোদ শর্মা ৪ রান করে আউট হওয়ার পরে রাহুল তিওয়াটিয়া ২৮ বলে অপর🐬াজিত ২১ রান ও সুমিত কুমার ৯ বলে অপরাজিত ১০ রান করে হরিয়ানার জয় নিশ্চিত করেন। এর ফলে ৪৫.১ ওভারেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হরিয়ানা।ಞ ১৩ ডিসেম্বর, রাজকোটে বিজয় হাজারে ট্রফির প্রথম সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নামবে হরিয়ানা।