ভারতীয় দলের সঙ্গে কানাডার গ্রুপ স্টেজের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় হাত কামড়াচ্ছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেই শেষ একবার দেখে নেওয়ার সুযোগ ছিল ব্যাটিং কম্বিনেশনকে। কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ায় আর সুযোগ পায়নি তাঁরা। আসলে প্রথম তিনটি ম্যাচ নিউ ইয়র্কে খেলার পর এই প্রথম ফ্লোরিডায় খেলার কথা ছিল মেন ইন ব্লুজদের। মাঠ বদল হওয়ায় টিম ম্যানেজমেন্টের আশা ছিল কোহলিকে আরও একবার একই পজিশনে খেলিয়ে দেখে নেওয়া যাবে। নতুন উইকেটে কোহলির পারফরমেন্স দেꦑখা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটা না হওয়াতেই আক্ষেপের সুর শোনা গেল ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের গলায়।
আরও পড়ুন-কোন ক্লাবের হয়ে অবসর নেবেন লিওনেল মেসি? জানিয়ে দি💎লেন তিনি, মন খারাপ সমর্থকদের
ভারতীয় দলের ব্যাটিং কোচ আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার পর বলেছেন, ‘ আমরা এখানে ব্যাটিং সহায়ক উইকেটের আশায় ছিলাম। এই ম্যাচ আমরা খেলতে চেয়েছিলাম। দল হিসেবে এ⭕ই ম্যাচটা খেলা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আবহাওয়💖া তো আমাদের হাতে নেই, তাই মাঠে নামা হল না । তবে আমাদের জন্য ম্যাচটা জরুরি ছিল। খেলাটা হলে নিজেদের একবার দেখে নেওয়ার সুযোগ পেতাম, যেটা হাতছাড়া হল আমাদের’।
আরও পড়ুন-কোপা আমেরিকার আগে স্বস্তি! মেসি ম্যাজিকে পিছিꦜয়ে পড়া ম🌳্যাচে জয় আর্জেন্তিনার
ভারতীয় দলের এই মূহূর্তের সব থেকে বেশি গুঞ্জন বিরাট কোহলির খারাপ ফর্ম এবং শুভমন গিলদের দেশে ফেরা। দুই বিষয় নিয়েই মুখ খুলে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বললেন, ‘🔯বিরাট কোহলিকে নিয়ে মোটেই চিন্তিত নই আমরা। যে প্রতিযোগিতা খেলে ও এসেছে, সেখানে দুরন্ত ছন্দে ছিল, তাই কয়েকটা ম্যাচে আউট হয়েছে বলেই আমরা চিন্তা করছি না। বরং এটা ভালো, কারণ ওর খিদে আরও বাড়িয়ে দেবে। আশা করছি আগামী কয়েকটা ম্যাচে ওর ব্যাটে ভালো ইনিংস দেখবে পাব। আর শুভমন গিলদের দেশে ফেরার বিষয় বলে রাখি, এই সিদ্ধান্তটা ভারত থেকে আশার আগেই নেওয়া হয়েছিল, যে ওয়েস্ট ইন্ডিজে আমরা দুই ক্রিকেটারকে নিয়ে যাব। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বাকি দুজন🐬কে ছেড়ে দেব ’।
আরও পড়ুন-৫ গোলদাতা! ইউরো কাপে স্কটল্যান্♐ডকে ৫-১ গোলে হারিয়ে যাত্রা শুরু জার্মানির
১২ তারিখে ভারতীয় দলের ম্যাচ ছিল মার্কিন যুক্তরাষ্টের বিরুদ্ধে, কানাডা ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় ২০ তারিখ অর্থাৎ ৮ দিন পর মাঠে নামতে হবে টিম 🦄ইন্ডিয়াকে। ছন্দ কেটে যাবে না তো? বিক্রম রাঠোর বলছেন, ‘দলের জন্য এই বিরতিটা মোটেই ভালো দিক নয়। আমরা কয়েকদিন ভালোভাবে অনুশীলন করতে চাই বার্বাদোসে, সেখানেই নিজেদের তৈরি করে নিতে হবে। এর আগেও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে দলকে, তাই মানিয়ে নিতে হবে। তবে এখানে কেন পুরো মাঠ কভার করা ছিল না, সেটা আইসিসি বলতে পারবে। মাঠ ঠিকভাবে ঢাকা থাকলে ম্যাচ আয়োজন করা যেত ’।