পার্থে মঙ্গলবার ভারতের অনুশীলনের সময় হল বৃষ্টি। কিন্তু তাঁর মধ্যেও নেট ছাড়তে রাজি হলেন না তিনি। কিছুক্ষণ বৃষ্টির জন্য় অনুশীলন বন্ধের পর ফের 𝄹শুরু হয়ে যায় অনুশীলন। পার্থ-এর অপটাস স্টেডিয়ামে এদিনের অনুশীলন দেখে মোটামোটি একটা আভাস পাওয়া গেল, ভারতীয় দলের ব্যাটিং অর্ডার ঠিক কেমন হতে পারে।
আরও পড়ুন- IPL নিলামের🐼 আগেই ব্যাট হাতে ⛎দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
এতদিন �﷽�ভারতীয় ওয়াকায় অনুশীলন করছিল , সেখানে তিন দিনের ম্যাচও খেলে। শুভমন গিল আর লোকেশ রাহুল চোটও পেয়েছিলেন। গিল ছিটকে যাওয়ার পর জানা যায় রোহিত শর্মাও প্রথম টেস্টে খেলবেন না। যদিও লোকেশ রাহুলকে মঙ্গলবারের পার্থ-এর যে মূল মাঠ মানে অপটাস স্টেডিয়াম সেখানকার নেটে বেশ ছন্দেই দেখাল।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীꦆলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
নেটে দীর্ঘক্ষণ গা ঘামাতে দেখা যায় বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ায় গিয়ে 💦যে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে চান, সেটাই যেন আরও একবার প্রমাণ করতে চাইছেন কোহলি, জেদ দেখে তেমনই মনে হল। মঙ্গলবার যখ🐷ন দলের বাকিরা বৃষ্টির জন্য মাঠ ছেড়েছেন, তখনও নেটে অনুশীলন চালিয়ে যান বিরাট কোহলি। বোঝাই যাচ্ছিল কি অদম্য জেদ কাজ করছে তাঁর মধ্যে।
ভারতীয় দলের ট্রেনিং সেশন দেখে যা অনুমান করা গেল তাতে ওপেনিং করবেন যশস্বী জয়লওয়ালের সঙ্গে লোকেশ রাহুল। শু𒉰ভমন গিল ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দেখা যেতে পারে বাঁহাতি ব্যাটার দেবদূত পাডিক্কলকে। তিনি তিন নম্বরে ব্যাটিং করবেন। ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই অর্ধশতরান🌄 করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ইন্ডিয়া এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় এসে চার ইনিংসে একটি অর্ধশতরান করেন।
আরও প♍ড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
এরপর নিজের পছন্দের জায়গা চার নম্বরেই ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে ঋষভ পন্ত। এছাড়াও মঙ্গলবার যখন ফিল্ডিং🤪 অনুশীলন হচ্ছিল ভারতীয় দলের, তখনই এই ক্রিকেটারদের নিয়েই স্লিপে ফিল্ডিং স❀েট করা হয়। ফলে যা দিন এগিয়ে আসছে, মোটামুটি দুই দলই নিজেদের মতো করে সেরা একাদশ বেছে নিচ্ছে তা বলাই যায়।