শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপের ফাইনালে🤡 ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতীয় দল🐼। ফলে সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটি ছিল একেবারে নিয়মরক্ষার। ফলে সেই ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরকে বিশ্রাম দেয় ভারতীয় দল। যাদের মধ্যে অন্যতম ছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ না খেলায় কোহলি স্বাভাবিকভাবেই ছিলেন হাল্কা মুডে। ডাগ আউটে বসে বাকি ক্রিকেটারদের সঙ্গে মজা করতে করতেই তিনি ম্যাচ উপভোগ করছিলেন। এই ম্যাচেই বিরতির সময়ে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। বিরাট কোহলির সঙ্গে মাঠের সুপার সপার চালকের করা অদ্ভুত আচরণে অবাক হয়ে যান স্বয়ং বিরাট!
বাউন্ডারি লাইনের একেবারে ধারেই দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তবে ডাগ আউটের দিকে নয় বরং উল♋্টোদিকে মাঠের মধ্যে ছিলেন তিনি। তাঁর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে ছিল সুপার সপার। কিছুটা অন্যমনস্কভাবে বিরাট অন্যদিকে তাকিয়ে কিছু বলছিলেন। এমন সময়ে সুপার সপারের চালক একটু মজা করার কথা ভাবেন বিরাটের সঙ্গে। তিনি সুপার সপারটিকে চালিয়ে একেবারে বিরাটের কাছে চলে ౠআসেন।
বিরাটের মন অন্যদিকে থাকায় তিনি সুপার সপারটিকে খেয়াল করেননি। কাছে এসে সুপার সপারের চালক 🌞একবার হর্ন বাজান। চমকে ওঠেন বিরাট কোহলি। কয়েক সেকেন্ডের জন্য হলেও তিনি হতবাক হয়ে যান। এরপরেই কিছু বুঝে ওঠার আগে বিরাট বাউন্ডারির বাইরে চলে আসেন। হাত নেড়ে বোঝানোর চেষ্টা করে কতটা চমকে গিয়েছেন তিনি।
এদিকে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারত বিরাট কোহলির পাশাপাশি হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিশ্রাম দেওয়া হয়। খেলানো হয় তিলক বর্মা,সূর্যকুমার যাদব, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, এবং প্রস♏িধ কৃষ্ণাকে। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৫ রান করে বাংলাদেশ। অধিনায়ক শাকিব আল হাসান করেন ৮০ রান। এছাড়া নবীন ব্যাটার তৌহিদ হৃদয় ৫৪ এবং নাসুম আহমেদ করেন ৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল ২৫৯ রানেই আটকে যায়। শুভমন গিল অনবদ্য ১২১ রানের একটি ইনিংস উপহার দেন। পাশাপাশি অক্ষর প্যাটেল ৪২ এবং সূর্যকুমার যাদব করেন ২৬ রান। তবে তা ভারতকে ম্যাচ জেতাতে যথেষ্ট ছিল না। শেষ ಞপর্যন্ত ছয় রানে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ।