সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের ম্যাচে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বোলাররা প্রথমে বল করতে এসে ২৮৭ রান দিয়েছে ২০ ওভারে। যা আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সব থেকে বেশি। শেষদিকে দীনেশ কার্তিক এসে বড় ইনিংস না൲ খেললে বিশাল ব্যবধানে হারতে হত আরসিবিকে। এখনও আইপিএলের সর্বোচ্চ রান এবারে করেছেন বিরাট কোহলিই। দল সবার নিচে পয়েন্ট তালিকায়, কিন্তু তিনি সবার ওপরে রানের তালিকায়। নিজের পারফরমেন্স দিয়ে কোহলি বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও সেরা। কিন্তু মাঠের মধ্যে সেই চেনা বিরা🃏টের আগ্রাসন উধাও। উইকেট নেওয়ার পর আগের মতো উচ্ছাসও করেননা। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া যাকে বলে। ২০২৪ আইপিএলে টানা পঞ্চম ম্যাচে হার আরসিবির।
আরও পড়ুন-IPL 2024-BCCI-র কড়া নির্দেশ, আর হয়তো দেখা যাবে না খেল🥃া চলাকালীন তোলা BTS ভিডিয়ো!
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বিরাটের চোখে মুখে রাগ, যন্ত্রণা, হতাশা, অভিমানের চিত্র স্পষ্ট। হবে নাই বা কেন, ভারতীয় ক্রিকেটের তিনি পোস্টার বয়। নিজের ইচ্ছ🦄াতেই আরসিবির অধিনায়কত্ব ছেড়েছেন। দলকে ভালোব🧸াসেন বলে প্রস্তাব সত্বেও অন্য কোনও দলে যাননি। কিন্তু তাই বলে এত খারাপ পারফরমেনস দলের। বিকল্প বলে হাতে সেরম কোনও ক্রিকেটার নেই। আরসিবির টিম ম্যানেজমেন্ট এ কেমন দল গড়েছে আইপিএলের নিলামে? এরকম দাঁত নখহীন বোলিং তো পাড়ার টু্র্নামেন্টেও হয়না । লকি ফারগুসন, মহম্মদ সিরাজ বাদে এই দলে সেই মানের বোলার কোথায়? সানরাইজার্সের বিরুদ্ধে যতবারই বাউন্ডারি খেল আরসিবি ততবারই টিভি স্ক্রিনে দেখা গেল বিরাটের হতাশ মুখ।
আরও পড়ুন-IPL 2024-‘ওদের ধোনি আছে উইকেটের পিছনে’,হার্দিকের কথায় অন্তর্কলহের গন্ধ পাচ্ছেন গিলক্💟রিস্ট
ব্যাট হাতে শুরুটা ভালো করলেও ২০ বলে ৪২ রান করে আউট হন কোহলি। ট্রাভিস হেডরা পারলেও তিনি পারেননি। হতাশায় ব্যাটে ঘুষি মেরে রাগ প্রকাশ করলেন, নিজের ওপরই চেঁচিয়ে উঠলেন। মায়াঙ্ক মারকাণ্ডের বলটা অবশ্য ভালোই টার্ন হয়েছিল। সেই কারণেই টাইমিংয়ে গণ্ডগোল হয়ে গেছিল, নাহলে হয়ত ২৫ রান দুরে হয়ত থামতে হত না আরসিবিকে। দলের হারের পরই বিরাটের হতাশার বিভিন্ন ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। যেখানে পুরোনো বিরাটের রাগ দেখানোর ཧছবির পাশে এবারের বিরাটের হতাশ মুখের ছবি দেখা যায়। অনেক নেটিজেন তো বলেই ফেললেন, আগামী মরশুমে যেন বিরাটকে আরসিবি আর দলে না রাখে। কারণ বিরাটকে এই দলে রাখা মানে তাঁকে ভালোবাসার পরিবর্তে কষ্ট দেওয়া।
এরই মধ্যে নজরে এসেছে আরও একটি বিষয়। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রিজার্ভ বেঞ্চে যারা ছিলেন তাদের মধ্যে অধিকাংশই এবারের আইপিএলে তাঁদের দলের অন্যতম দামি ক্রিকেটার। গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং আলজারি জো𝕴সেফ, প্রত্যেকেরই নিলামের দাম ১০ কোটির ওপরে। মহম্মদ সিরাজও দলে ছিলেন না। তাঁকেও 🧜যখন অতীতে আরসিবি দলে নিয়েছিল, সাত কোটি টাকা খরচ করেছিল। তাই প্রশ্ন উঠছে ক্রিকেটারদের থেকেও এখানে কি আরও বেশি খারাপ পারফরমেন্স রয়েছে টিম ম্যানেজমেন্টের, যারা বিনা হোমওয়ার্কেই দল বানাতে নিলামে ছুটে যান।