ইনিংসের প্রথম বল থেকে বাউন্ডারি মারা শুরু। চতুর্থ ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চ🍌ুরি পূর্ণ করেন। ১০ ওভারের মধ্য🍷েই শতরানের গণ্ডি টপকে যান বিষ্ণু বিনোদ। শুক্রবার কেরালা ক্রিকেট লিগে ব্যাট হাতে বেনজির তাণ্ডব চালান কেরলের ৩০ বছর বয়সী ডানহাতি উইকেটকিপার-ব্যাটার, যিনি মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন।
শুক্রবার কেরালা ক্রিকেট লিগের ২৪তম ম্যাচে সম্মুখসমরে নামে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন আলেপ্পি রিপলস ও বরুণ নায়ানারের ত্রিসূর টꩵাইটানস। গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস জিতে 🍸টাইটানস শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে রিপলস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে নিশ𒁏্চ🃏িত শতরান মাঠে ফেলে আসেন ক্যাপ্টন তথা উইকেটকিপার মহম্মদ আজহারউদ্দিন। তিনি ৫৩ বলে ৯০ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ৭টি চার ও ৬টি ছক্কা।
এছাড়া ৩৮ বলে ৪৩ রান করেন কৃষ্ণ প্রসাদ♈। তিনি ৬টি চার মারেন। ১২ বলে ২০ রান করেন অতুল ডায়মন্ড। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৬ রান করেন ফ্রান্সিস। টাইটানসের হয়ে ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৩টি উইকেট নেন মনু কৃষ্ণ। ১টি করে🍃 উইকেট নেন এমডি নিধীশ ও মহম্মদ ইশাক।
পালটা ব্যাট করতে নেমে টাইটানস ঝড়ের গতিতে রান তুলতে থাকে। তারা মাত্র ১২.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায়। তাদের রান-রেট ছিল ১৪.৭৬। অর্থাৎ, ৪৪ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্ღযাচ জেতে টাইটানস।
৩৩ বলে সেঞ্চুরি বিষ্ণু বিনোদের
ওপেন করতে নেমে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিষ্ণু বিনোদ। তিনি ব্যক্তꦜিগত শতরানের গণ্ডি টপকান মাত্র ৩৩ বলে। শেষমেশ ৪৫ বলে ১৩৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন বিষ্ণু। এমন ধুমধাড়াক্কা ইনিংসে তিনি চার মারেন মোটে ৫টি। ছক্কা হাঁকান ১৭টি।
আরও পড়ুন:- দেশের হয়ে মাঠে নামলে IPL-এর কোনও দাম নেই, জো রুটের থেকে খোঁচা খেয়ে শিখেছেন ꧅জুরেল
এছাড়া আহমেদ ইমরান ১৮ বলে ২৪ রান করেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১৩ বলে ১৬𒅌 রান করেন অক্ষয় মনোহর। তিনি ১টি ছক্কা মারেন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিষ্ণু বিনোদ।