পুণে টেস্টে হার থেকে শিক্ষা নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আর পিচ নিয়ে পাকামি করছে না মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে। ১ নভেম্বর থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। সেই ট🍎েস্টের জন্য স্পোর্টিং পিচই তৈরি করা হচ্ছে। স্লো টার্নার উইকেট দিতে গিয়ে পুণেতে ল্যাজেগোবরে অবস্থা হয়েছিল বিরাট কোহলিদের। তাই একই ভুল আর করছে না বিসিসিআই।
স্লো টার্নার নয়, স্পোর্টিং উইকেট মুম্বইতে-
বেঙ্গালুরুর হারের ধাক্কা কাটিয়ে উঠতে একটু বেশি বুদ্ধি খাটিয়ে পুণে টেস্টে স্লো টার্নার উইকেট তৈরি করা হয়েছিল। মনে করা হয়েছিল এই পিচে কিউয়ি ব্যাটাররা স্পিন অস্ত্রেই কাবু হয়ে যাবে, সেটা হয়েও ছিল। একই সঙ্গে ভারতীয় ব্যাটারদেরও নাস্তানাবুদ হতে হয়েছিল স্যান্টনারের বোল♔িংয়ে। তাই মুম্বইতে থাকছে স্পোর্টিং পিচ।
আরও পড়ুন-২০০ বছর ভারত শাসন করা ইংরেজদ💦ের টেক্কা! দ্য হান্ড্রেডে দল ক♏িনছেন আম্বানি-গোয়েঙ্কা…
স্পিন খেলতে পারছে না বর্তমান ক্রিকেটাররা-
ভিভিএস লক্ষ্মণ, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় বা বীরেন্দ্র সেওয়াগরা যত ভালো স্পিন বোলিং খেলতেন, বর্তমান ভারতীয় দলে তেমন কোয়ালিটির ব্যাটারের বড্ড অভাব। পূজারা, রাহানের মতো ব্যাটার🅰রাও আর দলে নেই। এই অবস্থায় বিরাট কোহলির স্পিন খেলার ক্ষেত্🌱রে অসহায়তার ছাপও স্পষ্ট নজরে এসেছে পুণেতে। এর আগের টেস্টেও কোহলি আউট হন স্পিনারের বলেই। ফলে আর ঝুঁকি নিতে নারাজ কিউরেটররা।
আরও পড়ুন-‘আমরাই জিতিয়েছি ১২ বছর ধরে, তাই একটা হারলে ছ🐠াড় আছে’! সিরিজ হার♏ে সাফাই রোহিতের…
ওয়াঙ্খেড়ের কিউরিটরের সঙ্গে দেখা বোর্ডের কিউরেটরের-
ম্যাচ শুরুর তিন দিন আগেই বিসিসিআইয়ের প্রধান পিচ কিউরেটর আশিস ভৌমিক এবং এলিট প্যানেলের পিচ কিউরেটন তাপস চট্টোপাধ্যায় দেখা করেন মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামের পিচ কিউরেটর রমেশ মামুনকারের সঙ্গে।🍃 সূত্র মারফত জানা গেছে, এই🥂 মূহূর্তে ওয়াঙ্খেড়ের পিচে ঘাস রয়েছে। তাই মনে করা হচ্ছে তৃতীয় টেস্টে স্পোর্টিং উইকেটেরই ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন-ফু🌟লেছে পিঠ,বেড়েছে ব্যথা! চোট নিয়েই বির🗹াটদের মাটি ধরালেন ১৩ উইকেট নেওয়া কিউয়ি স্পিনার…
তৃতীয় টেস্টে তিন স্পিনারে ভারতীয় দল?
গত ম্যাচে একা মিচেল স্যান্টনারই শেষ করে দিয়েছিল ভারতীয় ব্য়াটিং লাইন আপকে। প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন স্যান্টনার। বিরাট থেকে গিল, সরফরাজ, রোহিত, সকলেই শিকার হয়েছিলেন স্যান্টনারের। তাই বিড়ম্বনা এড়াꦚতে আর কোনও ঝঁকি নিতে চাইছে না কিউরেটররা। ফলে পরের ম্যাচে ফের তিন পেসারও দেখা যেতে পারে ভারতীয় দলে।