Bang♉ladesh captain Najmul Hossain Shanto: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২ꦇ০২৫-তে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই জানালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দুটি আসরে ভালো করতে না পারলেও, ২০১৭ সালের আসরে সেমিফাইনালে পৌঁছে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। এই টুর্নামেন্টের আটটি দলই শিরোপা জেতার যোগ্য। আমাদের দলেও সেই সক্ষমতা আছে বলে আমি বিশ্বাস করি।’
পাকিস্তানের পিচে ৩০০+ রান তোলার লক্ষ্য থাকবে শান্তদের
শান্ত জানান,🎀 প্রতিযোগিতার পাকিস্তান পর্বের উইকেটগুলো সাধারণত ৩০০+ রান তোলার উপযোগী হবে। তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে চ্যালেঞ্জ ও বাড়তি চাপ থাকেই। পাকিস্তানে আমরা যদি আগে ব্যাট করি, তাহলে ৩০০-এর বেশি রান করতে হবে। রꦚান তাড়া করলেও এমন স্কোর ডিফেন্ড করতে হবে। দুবাইয়ে কন্ডিশন সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে, তবে গড় স্কোর ২৬০-২৮০ এর আশেপাশে থাকতে পারে। নির্দিষ্ট দিনে আমাদের প্রয়োজনীয় স্কোর বিশ্লেষণ করে খেলার পরিকল্পনা করতে হবে।’
আরও পড়ুন … ভিডিয়ো: আর্শদীপেরর❀ বলে ডাকেট আউট হতেই আঙুল দিয়ে মাথার দিকে কী দেখালেন রোহিত?
নিজের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী শান্ত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পেলেও, শান্ত মনে করেন তিনি ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন। অন্যান্য দলগুলো যখন ওয়ানডে সিরিজ খেলে নিজেদের প্রস্তুত করছে, তখন বাংলাদ♛েশ দেশীয় টি-টোয়েন্টি লিগ খেলেছে। বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ১০ ফেব্রুয়ারি বলেছিলেন, খেলোয়াড়দের টি-টোয়েন্টি মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা শান্ত পাঁচ ম্যাচে ০, ৯, ৪, ৪১ ও ২ রান করায় নিয়মিত একাদশে জায়গা পাননি।
তবে শান্ত আত্মবিশ্বাসী, তিনি বলেন, ‘যদিও আমি ম্যাচ খেলতে পারিনি, তবে নিয়মিত অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ করেছি। বিপিএল চলাকালীন ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। সবকিছু ঠিক থাকলে, আমি আশাবাদী ভালো একটি টুর্নামেন্ট কাটবে।’ তিনি বলেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ভালো ইনিংস খেলেছিলাম। গত বছর বেশ রান করেছি, তবে স্ট্রাইক রেট আশানুরূপ ছিল না। আমি বিশ্বাস করি, আমি তার চেয়ে ভালো ব্যাটার। ওয়ানডে ফরম্যাটে আমার পারফরম্যান্স ভালোই ছিল। দীর্ঘদিন পর ম্যাচ খেলতে নামব, তবে ম্য✅াচ পরিস্থিতির অনুশীলন করছি এবং সামনে প্রস্তুতি ম্যাচও আছে। আমি ছোটবেলা থেকে ওয়ানডে খেলছি, তাই মানিয়ে নেওয়াটা সমস্যা হবে না।’
আরও পড়ুন … Champions Trophy 2025: ♓দুবাই রওনা হওয়ার আগে ফর্মে ফিরলেন কোহলি! কেন খুশি নন পিটারসেন?
শাকিবকে নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই
শান্ত মনে করেন, শাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলাটা দলে🎀র জন্য অপ্রয়োজনীয়। তিনি বলেন, ‘অবশ্যই আমরা শাকিব ভাইকে মিস করব। তবে আমি জানি না কেন এ 🉐প্রশ্ন বারবার করা হচ্ছে। সকলেই কারণ জানে, এবং আগেও অনেকবার বলা হয়েছে। অবশ্যই তিনি থাকলে ভালো হত। তবে তার অনুপস্থিতি নিয়ে কথা বলে লাভ নেই। যার ওপর দায়িত্ব পড়বে, তাকেই শাকিব ভাইয়ের ভূমিকায় খেলতে হবে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘মুশফিক ও মাহমুদউল্লাহ দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তারা আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন। তবে আমি নির্দিষ্ট কারও ওপর নির্ভর করতে চাই না। আমাদের দল হিসেবে খেলতে হবে। সিনিয়🔥র খেলোয়াড়দের অভিজ্ঞতা সকলের মধ্যে ভাগ করে নꦉেওয়া উচিত।’
আরও পড়ুন … দ্য হান্ড্রেড টুর্নামেন꧒্টের সাউদার্ন ব্রে𝕴ভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ
জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি নিয়ে ভাবছেন না শান্ত
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ ইনজুরির কারণে 🤡খেলতে পারছেন না। তবে শান্ত এটিকে বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন না। শান্ত বলেন, ‘প্রত্যেক দলেরই ম্যাচ জয়ী খেলোয়াড় আছে। তবে আমরা নির্দিষ্ট কারও জন্য পরিকল্পনা করি না, বরং সম্পূর্ণ দলের জন্য পরিকল্পনা করি।’ ভারতের বিরুদ্ধে ম্যাচের পর, বাংলাদেশ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে।