শুভব্রত মুখার্জি: বর্তমানে আয়ারল্যান্ড সফরে গিয়েছে পাকিস্তান দল। তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। ইতিমধ্যেই দু'টি ম্যাচ খেলা হয়ে গিয𒀰়েছে। প্রথম ম্যাচে জিতে সিরিজে লিড নেয় আয়ারল্যান্ড দল। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে কামব্যাক করে পাকিস্তান। এর পর তৃতীয় ম্যাচ জিতে, সিরিজ পকেটে পুড়ে ফেলে বাবর আজমের দল। এর পর ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। তার পর তারা নামবে টি-২০ বিশ্বকাপে খেলতে। এমন আবহে পাকিস্তান বনাম আয়ারল্যান্ড সিরিজের সম্প্রচার কোয়ালিটি নিয়ে মুখ খুলেছেন পিসিবির প্রাক্তন চেয়ারম্যান তথা দেশের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা। বিষয়টি নিয়ে রীতিমত♈ো ক্ষুব্ধ তিনি। তাঁর সোজাসাপ্টা বক্তব্য যে, ‘আমরা কি আফ্রিকার দেশ যে, এত বাজে কোয়ালিটির ম্যাচ সম্প্রচার করা হবে!’ পিসিবির এই বিষয়টিতে নজর দেওয়া উচিত ছিল বলেও মনে করেন রামিজ রাজা।
আরও পড়ুন: T20 World Cup-এর পরেই কি অবসর নেবেন রোহিত? নিজের ভꦓবিষ্যৎ নিয়ে বড় ইঙ্ꦕগিত দিলেন হিটম্যান
ইউটিউবে রামিজ রাজা বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলেন, ‘একটা বিষয় আমি একেবারেই পছন্দ করছি না, তা হল এই ম্যাচের কভারেজ। আমার তো মনে হচ্ছে এটা কোনও ক্লাব ম্যাচ চলছে। সেই ভাবেই কভারেজ করা হয়েছে। মাত্র দু'টি ক্যামেরা দিয়ে টেলিকাস্ট হচ্ছে ম্যাচ। কোনও ডিআরএস নেই, কোনও রিপ্লে নেই, এটা কী হচ্ছে! বাউন্ডারির দড়ির কোনও ধারণা পাওয়া যাচ্ছে না। একটা ভালো শট খেলা হলে বা একটা ভালো বল হলে,🍃 সেটা ফিরꦯে দেখে উপভোগ করার কোনও রাস্তা নেই। আমার মতে, পাকিস্তানের ক্রিকেট প্রোডাক্টের জন্য এটা খুব খুব খারাপ বিজ্ঞাপন। পৃথিবীতে কোটি কোটি মানুষ পাকিস্তান ক্রিকেটের ভক্ত। এটা তাদের সবার সঙ্গে অবিচার করা হচ্ছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘এটা𓆉 কারও না কারও আগেই নজর করা উচিত ছিল। এটাই যদি কভারেজের ধরন হয়, কভারেজের মান হয় তাহলে অন্য যে কোন ব্রডকাস্টিং কোম্পানির এই রাইটটা নিয়ে নেওয়া উচিত ছিল ক্রিকেট আয়ারল্যান্ডের হাত থেকে। আমি জানি, তাদের হাতে এই স্বত্বটা রয়েছে। তবে এটা সরিয়ে দেওয়া উচিত ছিল। এই সিরিজের কভারেজ অনেক অনেক ভালো হওয়া উচিত ছিল। কারণ আমাদের যে বিশ্বকাপ যাত্রা বা সফর, তা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। ভারত যদি ওদের ক্ষেত্রে এমনটা জানত, তাহলে ওরা কিন্তু ব্যাপারটা ওখানে যেতেই দিত না। কারণ নিজের সম্মান কিন্তু নিজের হাতে। পাকিস্তানের ক্ষেত্রেও ব্যাপারটা এক। এই রকম কভারেজে পাকিস্তান ক্রিকেটকে একদম সাদামাটা মনে হচ্ছে। আমরা তো আফ্রিকার দেশ না যে, আমাদের কভারেজ এত খারাপ হবে।’