যে ম্যাচ জেতাতে পারে না, কিসের কিং? ভারতের কাছে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হেরে বসার পরেই বাবর আজমকে জোর আক্রমণ আহমেদ শেহজাদের। পাকিস্তানের টি-২০ বিশ্বকাপজয়ী তারকা রীতিমতো পরিসংখ্যান হা𒆙তে নিয়ে তোপ দাগেন বাবরের দিকে। সেই সঙ্গে প্রকারান্তরে এও অভিযোগ তোলেন যে, বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের খেলিয়ে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করছেন। তার উপর সোশ্যাল মিডিয়ায় নাটক দেখিয়ে পাকিস্তানের মানুষের সঙ্গে প্রতারণা করছেন বাবর।
পাকিস্তানের🍬 হার নিয়ে ওদেশের সংবাদমাধ্যমে আলোচনার সময়ে শেহজাদের কাছে সঞ্চালক প্রসঙ্গ উত্থাপন করেন এই বলে যে, ‘সবাই বাবরকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন, তবে আমাদের দেশের মহান ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের সঙ্গে বাবরকে কীভাবে তুলনা করবেন? জাভেদ ভাইয়ের বিশেষত্ব ছিল যে, উনি গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতাতেন। উপরে ব্যাট করতেন, খেলতেন এবং ম্যাচ জিতিয়ে চলে যেতেন। বাবরের মধ্যে এই খামতি কি চোখে পড়ছে?’
এই প্রসঙ্গ শুনেই বাবরের উদ্দেশ্যে গোলা-বারুদ ছুঁড়তে শুরু করেন শেহজাদ, যিনি ২০০৯ সালে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। শেহজাদ বলেন, ‘যে থেকে বাবর আজ♈ম ক্যাপ্টেন হয়েছে, আমরা বহু ছোট দলের কাছে হারছি। বিশ্বকাপের ঠিক আগেই আমরা নিউজিল্যান্ডের সি-টিমের কাছে হেরেছি। নেদারল্যান্ডসের (আসলে আয়ারল্যান্ড) কাছে হেরেছি। আমেরিকার কাছে হেরেছি। যেভাবে দল এগোচ্ছে, তাতে এসব একদিন না একদিন স🔴ামনে আসতই।’
শেহজাদ পরক্ষণেই বলেন, ‘এই ম্যাচেই ধরুন, মাত্র ১২০ রান দরকার ছিল। ওরা বলে এটা ১৪০-১৫০ রানের পিচ। তার পরেও গত চার-পাঁচ বছর ধরে যে দলের ধর্তা-কর্তা, যে দলের প্রধান সব সিদ্ধান্ত নেয়, তার কি ভারতের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ দায়িত্ব নিয়ে জিতিয়ে আসা উচিত ছিল না? তোমরা বি, সি, ডি🅰 দলের বিরুদ্ধে ম্যাচ জিতে মানুষকে বোকা বানি🦩য়েছ। তোমাদের মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে। পিসিবি তোমাদের পয়সা দিচ্ছে। তোমাদের কি নিজেদের খেলার মান উন্নত করা উচিত নয়? সেই টাকা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে নিজেদের এত উঁচুতে দেখাতে শুরু করলে, যেটা তোমরা নও।'
এর পরেই পরিসংখ্যান ধরে বাবরকে লজ্জায় ফেলার চেষ্টা করেন শেহজাদ। তিনি বলেন, ‘ভাই তোমার পরিসখ্যান এটা। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তোমার গড় ২৭। স্ট্রাইক-রেট ১১২। হেরে যাওয়া ম্যাচে ১৪০০ রান করেছে বাবর, যেটা 🅷বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। আমাকে কেউ বলবেন, এই পরিসংখ্যান কোন কিং-য়ের। এই কিং-কে নিয়ে আমরা♊ কী করব, যে ম্যাচই জেতাতে পারে না। তুমি সারা দেশকে বোকা বানাচ্ছ। নিজের বন্ধুদের নিয়ে দল বানাচ্ছ। ৪০টা করে ম্যাচ খেলাচ্ছ তাদের।’