শুভব্রত মুখার্জি:- ভারতের যে কোন মাঠেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হোক না দর্শকদের বিপুল পরিমাণ উপস্থিতি সবসময়েই লক্ষ্যণীয়। ভারতীয় ক্রিকেটাররা এর সাক্ষী থাকেন প্রায় সবসময়েই। বিদেশের ক্রিকেটারদের কাছেও বিষয়টা একেবারেই নতুন নয়। তারাও এই বিষয়টির সঙ্গে এখন বেশ অভ্যস্ত হয়ে গিয়েছে। পাশাপাশি এখন অনেক ক্রিকেটার খেলেন ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আইপিএলেও। কিন্তু দর্শক সমাগম বেশি হলেও দর্শকদের মধ্যে সবথেকে বেশি নিরপেক্ষ দর্শকের সমাগম ভারতের কোন মাঠে হয়? এই প্রশ্নের স🃏ম্মুখীন সম্প্রতি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরেজ শামসি। কী উত্তর দিলেন এই তারকা?
আরও পড়ুন… আমি ওর খুব বড় ভক্ত- বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জো রুটের মধ্যে কাকে সꦗেরা বললেন কেন উইলিয়ামসন?
তাবরেজ শামসি জানিয়েছেন তাঁর মতে ভারতের দক্ষিণের রাজ্য চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামকে এই বিষয়ে এগিয়ে রাখবেন। কারণ এই মাঠেই তিনি সবথেকে বেশি নিরপেক্ষ দর্শকদের উপস্থিতি লক্ষ্য করেছেন। চেন্নাইয়ের দর্শকরা খেলাটার বিষয়ে জ্ঞান রাখেন। খোঁজ খবর রাখেন। সত্যিকারের ভালো পারফরম্যান্স করলে সেই পারফরম্যান্সের প্রশংসা করতেও তারা পিছপা হন না। কোন ক্রিকেটার কোন কিছু অ্যাচি𒉰ভ করলে এখানকার দর্শকরা সেই পারফরম্যান্সকে করতালি দিয়ে স্বাগত জানাতে জানেন। সে দলের হয়েই 🔜খেলুক না কেন এটা চেন্নাইয়ের দর্শকরা করতে ভোলেননা।
প্রসঙ্গত চ✃েন্নাইয়ের এই এমএ চিদাম্বরম স্টেডিয়াম আবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। গত মরশুমের আগের মরশুম পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যার নেতৃত্বে আবার পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল সিএসকে। এক্সে এক ভক্ত ভারতের সবথেকে পছন্দের মাঠ কী এই নিয়ে তাবরেজ শামসিকে প্রশ্ন করেছিলেন। উত্তরে শামসি লেখেন, ‘চেন্নাই। কারণ এখানকার লোকেরা ভালো পারফরম্যান্সকে বাহবা দিতে পারে। তারা ম্যাচ চলাকালীন কোন দলের হয়ে সেই ক্রিকেটার খেলছেন এটা তাদের কাছে আলাদা করে কোন গুরুত্ব পায় না। যদি তারা ভালো পারফরম্যান্স করেন সেটাকে বাহবা জানাতে পারেন এই মাঠের দর্শকরা।’