র🏅োহিত শর্মার টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনতে হয়েছে। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি ২০২৪ টি২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পর T20I ফরম্যাট থেকে সরে দাঁড়ান। এরপর তিনি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে শিরোপা জেতান এবং এখন পর্যন্ত মনে হচ্ছে, তিনি ২০২৭ সালের ওয়ানডে ♋বিশ্বকাপ পর্যন্ত ভারতকে নেতৃত্ব দেবেন।
অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শুভমন গিলকে সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক (ভাইস-ক্যাপ্টেন) হিসেবে নিয়োগ করেছে এবং বিশেষজ্ঞদের মতে শুভমন গিলকে ভবিষ্যতের অধিꦰনায়ক হিসেবে তৈরি করা হচ্ছে। ২০২৬ সালে গিল টি২০ অধিনায়ক হতে পারেন এবং ২০২৭ সালে পূর্ণাঙ্গ সাদা বলের অধিনায়কের দায়িত্ব নিতে পারেন।
তবে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এই বিষয়ে ভিন্ন🙈 মত পোষণ কর🐬েছেন। MyKhel-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শুভমন গিল নয়, হার্দিক পান্ডিয়াকে ভারতের সাদা বলের অধিনায়ক হিসেবে দেখতে চান।
আরও পড়ুন … IPL 2025-র মাঝে কোথায় গেলেꦉন বরুণ চক্রবর্তী? কনস্ট্রাকশন সাইটে হার্ড হ্যাট পরে কী করছেন KKR তারকা?
এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, ‘আম✱ার কাছে হার্দিক পান্ডিয়া-ই সাদা বলের অধিনায়ক। এই পদে অনেক প্রতিদ্বন্দ্বী আছে, তবে আমার পছন্দ হার্দিক। ও তুলনামূলকভাবে তরুণ এবং পরবর্তী আইসিসি ইভেন্টগুলোর জন্য নিজের চারপাশে একটা দল তৈরি করতে পারবে।’
২০২৪ টি২০ বিশ্বকাপের পর হা✃র্দিক পান♊্ডিয়াই রোহিতের স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছিল, কিন্তু তাঁকে উপেক্ষা করা হয়। নির্বাচকরা এই দায়িত্ব দেন সূর্যকুমার যাদবকে। ২০২৩ সালের শুরুতে টি২০ ফরম্যাটে হার্দিকের ডেপুটি ছিলেন সূর্য।
আরও পড়ুন … IPL 2ꦇ025: পিটা♐রসেনকে রাহুলের খোঁচা! দলের মেন্টরকে সমালোচনার যোগ্য জবাব দিলেন DC তারকা
রোহিতের ডেপুটি হিসেবে সাদা বলের ক্রি🌌কেটে কাজ করেছেন হার্দিক এবং ২০২৩ সালে একটি ওয়ানডে ম্যাচে ভারতকে নেতৃত্বও দেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি২০ বিশ্বকাপে তিনিই ছিলেন ভারতের সহ-অধিনায়ক। কিন্তু বর্তম𝕴ানে তিনি ভারতের লিডারশিপ গ্রুপে নেই এবং তাঁকে অধিনায়ক হিসেবে বিবেচনাও করা হচ্ছে না।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক
অদ্ভুত ব্যাপার হল, আইপিএলে রোহিত এবং সূর্যকুমার দু’জনেই হার্দিক পান্ডিয়ার অধীনে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন। ২০২৪ সালের আইপিএলের আগে এক অভাবনীয় ট্রেডের মাধ্যমে হার্দিক পুনরায় মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন এবং রোহিতকে সরিয়ে ಞঅধিনায়ক হন। ভারতের টেস্ট 💎দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহও হার্দিকের অধীনে খেলছেন মুম্বই দলে।