শুভব্রত মুখার্জি: ১ জুন থেকে থেকে শুরু হত🔜ে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ২০টি দেশকে নিয়ে হবে এই বারের টুর্নামেন্ট। ইতিমধ্যেই সেই উদ্দেশ্যে একের পর এক দেশ তাদের চূড়ান্ত দল ঘোষণা শুরু করেছে। নয়া জার্সি ইতিমধ্যেই উদ্বোধন করেছে একাধিক দেশ। মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে ভারতের ১৫ জনের দলও ঘোষণা করা হয়েছে। তবে সব দল ধীরে ধীরে তাদের স্কোয়াড ঘোষণা করলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই মুহূর্তে নেই কোনও উদ্যোগ। ঠিক কী কারণে পিসিবির তরফে এখন ও বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হল না? আসুন জেনে নেওয়া যাক আসল কারণটা।
পিসিবির এক সূত্র মারফৎ জানানো হয়েছে, মে মাসের শেষ দিকে পিসিবির তরফে দল ঘোষণা হতে পারে। এর প্রধান কারণ পাকিস্তান দলে থাকার দাবিদারꦯ বেশ কিছু তারকাকে নিয়ে এই মুহূর্তে রয়েছে ফিটনেস সমস্যা। অনেকেই ১০০ শতাংশ ম্যাচ ফিট নন। তাদের অনেকের পারফরম্যান্সের গ্রাফও আশানুরুপ নয়। একে ফিটনেস সমস্যা, তার উপর পারফরম্যান্সও আশানুরুপ না হওয়ার কারণে পিসিবি কিছুটা সময় অপেক্ষা করতে চাইছে চূড়ান্ত দল ঘোষণার ক্ষেত্রে। পিসিবির তরফে জানা হয়েছে, ২৩ অথবা ২৪ মে পাকিস্তানের বিশ্বকাপ স্🌃কোয়াড ঘোষণার সম্ভাবনা রয়েছে। আইসিসির তরফে যে সময়সীমা দেওয়া হয়েছে, যেখানে আইসিসির টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা ছাড়াই দল ঘোষণা করা যায়, তা করতে গেলে এই তারিখের মধ্যেই পাকিস্তানকে দল ঘোষণা করতে হবে।
আরও পড়ুন: নেতৃত্💝ব ফিরে পেয়েই ICC T20I Rankings-এ বড় লাফ দিলে🐻ন বাবর, সূর্য ধরে রাখলেন এক নম্বর জায়গা
টিম ম্যানেজমেন্ট এবং✤ নির্বাচকদের তরফে কয়েক জন তারকা ক্রিকেটারের বেশ কিছু চোট আঘাতের উপর কড়া নজর রাখা হচ্ছে। মহম্মদ রিজওয়ান, আজম খান, ইরফান খান নিয়াজি, হ্যারিস রউফকে রাখা হয়েছে এই তালিকায়। তাঁদের চোট এবং তাঁদের পারফরম্যান্সের উপর কড়া নজর রাখা হয়েছে। পাকিস্তান দল বিশ্বকাপ খেলার আগে আরও দু'টি সিরিজ খেলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজও। এই দুই সিরিজে পাক তারকাদের পারফরম্যান্স এবং তাদের ফিটনেসের উপর কড়া নজর রাখা হবে। নির্বাচকেরা প্রথমে এই দুই সিরিজের দল ঘোষণা করবে। এর পর ক্রিকেটারদের ফিটনেস এবং পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। তার পরেই অফিসিয়ালি জনসমক্ষে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াডের ঘোষণা করা হবে।