শুভব্রত মুখার্জি:- এই বছরের শেষ দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ ফর্ম্যাটে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট। তার আগেই প্রস্তুতির মঞ্চ হিসেবে এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশগুলো ব্যবহার করছে এশিয়া কাপকে। এবারের এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। আয়োজক দেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামে শনিবার। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ দল। আর প্রথম ম্যাচেই বাংলাদেশের বির💦ুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন চামারি আতাপাত্তুরা। সাত উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কা দল হারিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে। ঘটনাচক্রে এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতও ওই এক ব্যবধানে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলকে।
আরও পড়ুন… নেতৃত্ব না পাওয়া ও বিবাহবিচ্ছেদের বিতর্কিত প্রশ্ন এড𝔉়াতে ফিটনেসের জ্ঞা🧔নকেই হাতিয়ার করলেন হার্দিক
ডাম্বুলাতে শনিবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এদিন বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে আসে। তবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেটে মাত্র ১১১ রান করতে সমর্থ হয়েছিল। ফলে জয়ের জন্য খুব বড় টার্গেট তাড়া করতে হত না শ্রীলঙ্কাকে। তারা মাত্র তিন উইকেট হারিয়েই ১৭ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ১৭.১ ওভারেই তারা তিন উইকেট হারিয়ে করে ১১৪ রান। এদিনের শুরুটা বাংলাদেশের𒁃 একেবারে ভালো হয়নি। আর সেই ধাক্কা তারা পরে ও সামলে উঠতে পারেনি। এদিন দলীয় ছয় রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। আর এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই দলীয় ১৭ রানের মাথাতে তারা হারায় চতুর্থ উইকেট। এরপর ৪৮ রানে পরে যায় তাদের পঞ্চম উইকেট। তখনই কার্যত ম্যাচের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল।
অধিনায়ক নিগার সুলতানা একা লড়াই করার চেষ্টা করেন। মাত্র ৫৯ বলে ৪৮ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি বাউন্ডারিতে। সোমা আখতার তাঁকে যোগ্য সঙ্গত দেন। তাঁর ১৪ বলে করা ২৫ রানে নির্ভর করে ১০০'র গন্ডি টপকায় বাংলাদেশ দল। উদিকা প্রভোদিনী এবং ইনোশি প্রিয়দর্শিনী দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা🦋র হয়ে ওপেনার ভিসমি গুনারত্নে বেশ ভালো খেলেন।দলের হয়ে মাত্র ৪৮ বলে✤ ৫১ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে হর্ষিতা সামারাবিক্রমা করেন ৩১ বলে ৩৩ রান। এই দুই ব্যাটার শ্রীলঙ্কার জয়ের পথ মসৃণ করেন। বাংলাদেশের হয়ে নাথিদা আখতার ১২ রানে তিন উইকেট নেন। দিনের অপর ম্যাচে থাইল্যান্ড ২২ রানে হারিয়েছে মালয়েশিয়াকে।