শুভব্রত মুখার্জি:- ভারতের মহিলা ক্রিকেট লিগ অর্থাৎ ডব্লুপিএলের দ্বিতীয় মরশুম শুরু হতে আর বেশি দেরি নেই। আসন্ন মরশুম শুরুর আগেই ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবি। তাদের অন্যতম বিদেশಞি তারকা তথা ইংল্যান্ড ব্যাটার হিথার নাইট মরশুম শুরুর আগেই নাম প্রত্যাহার করলেন। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে ডব্লুপিএল। তার আগেই নাম প্রত্যাহার করেছেন হেথার নাইট। তিনি কী কারণে নাম প্রত্যাহার করেছেন তা জানা যায়নি। ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজির তরফে কোনও র🅠কম কোন কারণ ব্যাখ্যা করা হয়নি। অফিসিয়ালি কোন কারণ দুপক্ষের কারুর তরফেই জানানো হয়নি।
তবে সূত্র মারফত যা জানা যাচ্ছে তা হল ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এবং দেশের হয়ে খেলার দ্বন্দে পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তারা যদি ডব্লুপিএল খেলেন তাহলে এই ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্টের শেষ দ🙈িকে সূচির সংঘর্ষ হচ্ছে ইংল্যান্ডের সিনিয়র মহিল ক্রিকেট দলের আন্তর্জাতিক সূচির সঙ্গে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে ইংল্যান্ডের। ডব্লুপিএলের গোটা মরশুম খেলতে গেলে দেশের হয়ে খেলা নাও হতে পারে তখন। আর সেই কারণেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। বিশেষজ্ঞরা মনে করছেন এই দ্বন্দ এড়াতেই আগে ভাগে নাম প্রত্যাহার করেছেন হেথার নাইট। যদিও অফিসিয়ালি এর নেপথ্য কোন কারণ বলা হয়নি এখনও।
ইংল্যান্ডের সিনিয়র মহিলা দলের অধিনায়ক হেথার নাইট। ফলে তাঁর পক্ষে দেশের আগে ডব্লুপিএলে খেলাটা বেশ সমস্যার ছিল। আ🏅র সেই কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ডব্লুপিএলের ফাইনাল রয়েছে ১৭ মার্চ। আর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ রয়েছে তাঁর দুদিন বাদেই। ১৯ মার্চ ডুনেডিনে শুরু হবে প্রথম ম্যাচ। আরসিবির তরফে অবশ্য নাইটের পরিবর্ত ক্রিকেটারের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ককে পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। মিডিয়াম পেস বোলিং করার পাশাপাশি ডান হাতে ব্যাট ও করেন ক্লার্ক। জানা যাচ্ছে ইসিবির তরফে ক্রিকেটারদের নাকি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি ডব্লুপিএলের একেবারে শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নেয় তাহলে তাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচের জন্য দলে নির্বাচনের কথা ভাবাই হবে না। আর একথা মাথাতে রেখেই হেথার নাইট নাম প্রত্যাহার করেছেন বলে মনে করা হচ্ছে।