শুভব্রত মুখার্জি:- ক্রিকেটের ২২ গজে কোনও দিক থেকেই ধারে ভারে পাকিস্তানের কাছে থাকার কথা নয় আমেরিকা যুক্তরাষ্ট্রের। গত টি-২০ বিশ্বকাপের রানার্স আ💧প দল পাকিস্তান। আর অন্যদিকে আইসিসির অ্যাসোসিয়েট দেশ আমেরিকা সবে ক্রিকেটে নিজেদেরকে মেলে ধরতে শুরু করেছে। এমন আবহে চলতি টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় অঘটনটি ঘটিয়েছে আমেরিকা।
আরও পড়ুন… UFC Louisville 2024: ব্রাজিলের রায়ান ডস স্যান্টোসকে হারিয়ে⛎ ইতিহাস গড়লেন ভারতের পূজা তোমা🍎র
পাকিস্তানের মত শক্তিশালী দলকে সুপার ওভারে হারিয়🌳ে দিয়েছে তারা। তাদের এই জয়ের অন্যতম না😼য়ক নিঃসন্দেহে তাদের ভারতীয় বংশোদ্ভুত বাঁহাতি পেসার তথা পেশায় টেকনোলজির অন্যতম প্রকৌশলী সৌরভ নেত্রাভালকর। পাক ম্যাচে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর থেকে গোটা ক্রিকেট বিশ্ব থেকে তিনি শুভেচ্ছা বার্তা পেয়েছেন। আর এবার এই সমস্ত শুভেচ্ছা বার্তার উত্তর তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে তাঁর কৃতজ্ঞতা বার্তার মধ্যে দিয়ে।
আরও পড়ুন… কোনও ৫০ ছাড়াই উঠল ২০১, T20 WC-এর ইতিহ꧋াসে অনন্য নজির অজিদের, হল একাধিক আরও রেকর্ড
প্রসঙ্গত এই মুহূর্তে ওরাকেল নামক এক তথ্যপ্রযুক্তি সংস্থায় তথ্যপ্রযুক্তি প্রকৌশলী হিসেবে কর্মরত সৌরভ নেত্রাভালকর। যিনি জুনিয়র পর্যায়ে ভারতের হয়ে🌸 বিশ্বকাপও খেলেছেন। তবে ভারতীয় সিনিয়র দলে সুযোগ না পেয়ে তিনি চলে আসেন আমেরিকাতে তাঁর তথ্যপ্রযুক্তি পেশার সুবাদে। এরপরের ঘটনা ইতিহাস বইয়ের পাতায় লেখা থাকবে। ৩২ বছর বয়সী বাঁহাতি পেসারের দুরন্ত পারফরম্যান্স চলতি টি-২০ বিশ্বকাপে যেন প্রাণের সঞ্চার করেছে। গত আট বছর ধরে ওরাকেলে কর্মরত সৌরভ নেত্রাভালকর। সেই তথ্যপ্রযুক্তি কর্মীর বোলিং একেবারে হিমশিম খাইয়ে দিয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের।
ওরাকেলের তরফেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয়। তাঁর বোন, আত্মীয়-স্বজন ⛎থেকে বন্ধু বান্ধব এমনকি অচেনা একাধিক মানুষকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এই সব শুভেচ্ছা বার্তার জবাব দিতে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে সৌরভ একটি কৃতজ্ঞতা বার্তা পোস্ট করেন।তিনি লেখেন ' ভারতে যারা আমাকে ক্রিকেট নিয়ে বড় হতে দেখেছে।আমার পরিবার,আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার আমেরিকার শুভানুধ্যায়ীরা প্রত্যেককে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমেরিকা যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যারা ক্রিকেটটা শিখছে তাদের সবাইকে ও আমি কৃতজ্ঞতা জানাই। আমি খুশি এটা দেখে যে আপনাদের অনেকেই আমার ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ🃏্রাউন্ড সেটার সঙ্গে ক্রিকেট মাঠে আমার এই পারফরম্যান্সের একটা যোগসূত্র স্থাপন করেছেন।আমাদের দলে প্রত্যেকের আলাদা আলাদা একটা লড়াই এবং আত্মত্যাগের কাহিনী রয়েছে।' এই পোস্টটি তিনি শেষ করেন একাধিক ছবি দিয়ে।যেখানে কোনটায় তাঁকে দেখা যাচ্ছে ক্রিকেট খেলতে আবার কোনটায় তাঁকে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। উল্লেখ্য ভারতের হয়ে সৌরভ নেত্রাভালকর অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন। এরপর তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে তিনি আমেরিকাতে যান। এরপর সেখান থেকেই ক্রিকেটার হয়ে ওঠার তাঁর জীবনের বাকি চক্রটা শুরু হয়।