আফগানিস্🃏তান অধিনায়ক রশিদ খান স্বীকার করেছেন যে, এখনও রাতে যখন তিনি ঘুমাতে যান, তখন মাঝে মাঝে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের কথা ভাবেন। আসলে গত বছরের ওডিআই বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা ম্যাচ হারতে হয়েছিল রশিদ খানদের। সেই ম্যাচে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন গ্লেন ম্য়াক্সওয়েল। সে𒁃ই ম্যাচের দুঃস্বপ্ন এখনও রশিদের ঘুমের মাঝে ফিরে ফিরে আসে। যা ম্যাক্সওয়েলের মুম্বই মিরাকল নামেও পরিচিত।
ম্যাক্সওয়েলের একটি ক্যಞাচ মিস করেছিলেন মুজিব উর রহমান। এরপরে গুরুতর ক্র্যাম্𓆏পের চোট নিয়েও ম্যাচ জেতান ম্যাক্সওয়েল। প্রায় একাই অস্ট্রেলিয়াকে জয়ের পথে টেনে নিয়ে যায়। আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে ম্যাক্সওয়েল ১২৮ ডেলিভারিতে রেকর্ড-ব্রেকিং অপরাজিত ২০১ রান করেছিলেন। আসলে আফগানিস্তানের দেওয়া ২৯২ রান তাড়া করার সময় অস্ট্রেলিয়া ৯১ রানে সাত উইকেটা হারায়। সেই সময়ে সকলেই মনে করেছিলেন যে অস্ট্রেলিয়া হয়তো এই ম্যাচ হেরে যাবে। তবে সেই সম্ভাবনাকে ভুল প্রমাণ করেন ম্যাক্সওয়েল।
আরও পড়ুন… Copa America 2024: মেসিকে ট্য🅰াকেল করে বর্ণবাদের শিকার কানাডার ফুটবলার মোয়েস বোম্বিতো
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের সুপার ৮ ম্যাচের আগে রশিদ খান আইসিসিকে এই কথাটি বলেছিলেন। 🦄সেই দিনের কথা মনে করে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝে রশিদ খান বলেন, ‘এটা শুধু মনে আসে। মাঝে মাঝে যখন আমি সেই খেলার কথা ভাবি, তখন আ🦂মার শরীর বদলে যায়। এটি একটি অবিশ্বাস্য নক ছিল, আমাদের দেখা সেরা ইনিংসগুলির মধ্যে একটি।’
আরও পড়ুন… IND vs BAN T20 WC 2024 Super 8: কোন কোন ক্রিকেটাররা এই বড় ম্য়াচের মোড় ঘোরাতে 🐈পারেন
সোমবার, ২৩ জুন সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল গ্রাউনꦚ্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট প্রতিযোগিতায় দুই দেশ আবারও একে অপরের মুখোমুখি হবে, যদি আফগানিস্তান হারে, তাদের এবারের বিশ্বকাপের অভিযান প্রায় শেষ হয়ে যাবে। ম্যাক্সওয়েল এই সপ্তাহের শুরুতে ইএসপিএন-এর অ্যারাউন্ড দ্য উইকেট পডকাস্টকে ওডিআই বিশ্বকাপের কথা মনে করে বলেছিলেন, ‘আশা করি বিরোধী পক্ষের মনে কিছু মানসিক দাগ রয়েছে।’
বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পর মিডিয়াকে ম্যাক্সওয়েল বলেছিলেন, ‘আপনি যে মাঠে যান প্রতিটি মাঠেই আপনি বিশ্বের সম্পূর্ণ ভিন্ন অংশে যাচ্ছেন বলে মনে হচ্ছে। এটা মনে হয় প্রতিটি 🌌গ্রাউন্ডের আলাদা আলাদা ছোট আইডিওসিঙ্ক্রাসিস রয়েছে।’ এবার আফগানিস্তান আশা করবে যে তাদের স্পিন ত্রয়ী রশিদ, মহম্মদ নবি ও নূর আহমেদ এবার ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ভালো বল করবে এবং অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলবে।