২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাদের দুজনের বদলিꦏ কে হবেন, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার পাঁচজন ভারতীয় খেলোয়াড়ের নাম দিয়েছেন যারা কোহলি-রোহিতের উত্তরাধিকার হতে পারেন বলে তিনি মনে করেন। তাঁর মতে এই ক্রিকেটাররা ভবিষ্যতে তারকা হতে পারেন। অ্যান্ডি ফ্লাওয়ার যে পাঁচ জন তরুণ ক্রিকেটারের নাম বলেছেন সেই তালিকায় রয়েছেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, অভিষেক শর্মা🐠 এবং রিয়াগ পরাগ। এই পাঁচজন বর্তমানে জিম্বাবোয়ে সফরে রয়েছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: পিছিয়ে গিয়েও জ🐈য়, তুরস্ককে হা❀রিয়ে সেমিতে উঠে সাজঘরে নেদারল্যান্ডসের উত্তাল সেলিব্রেশন
অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘গিল হুবহু কোহলির মতো খেলেন।’ জিম্বাবোয়ে সিরিজেও ভারতীয় দ♕লের নেতৃত্ব দিচ্ছেন গিল। ফ্লাওয়ার টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘জয়সওয়াল টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচও খেলেননি তবে তিনি একটি দুর্দান্ত বিকল্প। শুভমন গিল আইপিএলে তার মান অনুযায়ী ভালো পারফর্ম করতে পারেনি তবে তা𒐪কে খুব বুদ্ধিমান খেলোয়াড় বলে মনে হয়। তিনি বিরাট কোহলির মতোই খেলেন।’
আরও পড়ুন… Euro 2024: পিছ🤡িয়ে গিয়েও জয়, তুরস্ককে 🐻হারিয়ে সাজঘরে ডাচদের উত্তাল সেলিব্রেশন
প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আমি অভিষেক শর্মার পারফরম্যান্সের জন্য উন্মুখ। ধ্রুব জুরেলের খেলার ধরন আমি সত্যিই পছন্দ করেছি। আমি তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখেছি। সে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। রিয়ান পরাগের আন্তর্জাতিক অভিষেক করার ক্ষমতা রয়েছে। সেখানে ক্রিকেটে এটা প্রয়োজন।’ কোহলি আইপিএল ২০২৪-এ অসাধারণ প𝕴ারফর্ম করেছিলেন। ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নেন তিনি। তবে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে কোহলির অবসরে কিছুটা বিস্মিত ফ্লাওয়ারস। তিনি বলেন, ‘কোহলির অবসর নিয়ে আমি মোটেও ভাবিনি।’
আরও পড়ুন… T20 WC 2024-এর দুরন্ত পারফরমেন্সের ফল, ICC T20I Bowling Rankings-এ জসপ্রীত বুমর𒈔াহর লম্বা জাম্প
বিরাট কোহলির অবসর নিয়ে অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘আমি একটু অবাক হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘গ♛ত মরশুমে আইপিএলে বিরাটের সঙ্গে কাজ করে আমি সত্যিই উপভোগ করেছি। একজন খেলোয়াড় হিসেবে আমি তাকে অনেক সম্মান করি। তবে তিনি যেভাবে ফ্যাফ ডু প্লেসি (আরসিবি অধিনায়ক)-র সঙ্গে আমাকে সমর্থন করেছিলেন তার জন্যই আমি তাঁকে সম্মান করি। কোহলি একজন দুর্দান্ত রোল মডেল। তিনি একজন দুর্দান্ত পেশাদার খেলোয়াড়। সে নিজের যত্ন নেন। তিনি রোবটের মতো নন তবে নিয়মতান্ত্রিক। তিনি হাসেন এবং মজা করেন। তার সেন্স অফ হিউমার খুবই রয়েছে।’