অবশেষে বিশ্বকাপে হারের খড়া কাটালো ইংল্যান্ড। বুধবার বড় ব্যবধানে জয় পেল স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই মুহূর্তে, ৮টি ম্যাচ খেলে ৬টিতে হার ꦺএবং ২টিতে জিতে, দশম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। বহুদিন পর জয়ের স্বাদ পেয়ে খুশি প্রকাশ করেছে বাটলার বাহিনী। তবে এই ম্যাচে একটি হাস্যকর মন্তব্য করে বসলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। ময়দানে উপস্থিত এক দর্শকের পোস্টার ঘিরে কমেন্ট্রি বক্স থেকে তিনি বললেন তিনি ইংল্যান্ডের ক্রিকেটারদের হিন্দি ও ক্রিকেট শেখাবেন।
বুধবার ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে একজন একটি পোস্টার তুলে ধরেন। যেখানে লেখা, 'ইংল্যান্ড ক্রিকেট দলের ভারতীয় কোচ দরকার।' এরপরই কমেন্ট্রি বক্সে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান রবি শা🃏স্ত্রীকে প্রশ্ন করে বসেন, যে উনি ইংল্যান্ডের কোচিংয়ের দায়িত্ব নেবেন কিনা? সঙ্গে সঙ্গেই সেই হাস্যকর মন্তব্যটি করে বসলেন রবি শাস্ত্রী। তিনি বললেন, 'হ্যাঁ, আমাকে ডেকে নিক। আমি সবাইকে হিন্দিও শেখাবো, পাশাপাশি ক্রিকেটও শেখাবো। আমার এতে কোনও অসুবিধা নেই।'
প্রসঙ্গত, সম্প্রতি প্রাক্তন ভারতীয় হেড কোচ টিম ইংল্যান্ডকে বিশ্বকাপে তাদের খারাপ পারফরম্যান্সের জন্য কটাক্ষ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, 'সব ইংল্যান্ডবাসীর আশায় ধাক্কা দিয়েছে জস বাটলাররা।𒁃 প্রতিটি ম্যাচেই তারা বাজেভাবে হেরেছে। এরপর ওদের আর নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলা মানায় না। বিশ্বকাপে যে এত খারাপ খেলা দেখাচ্ছে, সেই নিয়ে ওদের মধ্যে কোন চিন্তাই নেই।' ওই সাক্ষাৎকারে রবি শাস্ত্রী আরও জানান, 'এখান থেকে ইংল্যান্ডকে নিজের সম্মান বাঁচানোর জন্য খেলতে হবে এই মুহূর্তে তা𝕴রা পয়েন্ট টেবিলের শেষে। প্রথম আটে যদি না আসতে পারে তাহলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জন করতে পারবে না তারা।'
উল൩্লেখ্য, বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার♎ সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তোলে তারা। এদিন শতরান করেন অলরাউন্ডার বেন স্টোকস। ৮৪ বলে ১০৮ রান করেন তিনি। এছাড়াও মালান করেন ৮৭ এবং ওকস করেন ৫১। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে তিনটি উইকেট পান ব্যাস ডি'লিড। এছাড়াও দুটি করে উইকেট পান এরিয়ান দত্ত ও ভ্যান বিক। একটি উইকেট নেন ভ্যান মিকে রেন। জবাবে রান তাড়া করতে নেমে ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। কোনো ডাচ ব্যাটারই করতে পারেননি অর্ধশতরান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান মঈন আলি ও আদিল রশিদ। এছাড়াও দুটি উইকেট পান ডেভিড উইলি এবং একটি উইকেট নেন ক্রিস ওকস। ম্যাচের সেরা হন বেন স্টোকস।