বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। তারপর একে একে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশকে হারিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন এই ﷺদল। এবার তাদের সামনে নিউজিল্য়ান্ড। রবিবার ধরমশালায় ভারত খেলতে নামবে কিউয়িদের বিরুদ্ধে। পরপর ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী রোহিতের দল। তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ড হওয়ায় বেশ চাপে রয়েছে ভারত। কারণ এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে কিউয়িরাও। ফলে দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।
গত ম্যাচ বল করতে গিয়ে চোট পান হার্দিক পান🍸্ডিয়া। সেই জন্য নিউজিল্যান্ড ম্যাচে তিনি নেই। যা বেশ ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। যদিও তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না রোহিত। অপর দিক༒ে ২০০৩ সালের পর বিশ্বকাপে ভারত কোনওবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতেনি। যা বেশ কিছুটা চাপে রেখেছে রোহিতদের। এই পরিস্থিতে রবিবার তারা মাঠে নামছে।
বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর বিসিসিআই টিভি একটি ভিডিয়ো প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, শুভমন গিল প্রশ্ন করছেন রোহিতকে। বিশেষ করে তা আগামী নিউজিল্যান্ড ম্যাচের জন্য। গিল রোহিতকে প্রশ্ন করে বলেন, 'সাংবাদিক সম্মেলনে কেউ একজন আমাকে বললেন আমরা ২০০৩ সালের পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কখনও আমরা জিততে পারিনি।' শু꧙ভমনের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'হ্যাঁ, ঠিক কথা। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি এবং যতটা সম্ভব আমরা আমাদের দিক থেকে ভালো খেলার চেষ্টা করব।'
ফের রোহিতকে প্রশ্ন ক꧙রেন গিল। তিনি বলেন, 'তাহলে আমরা সেই ধারা রবিবার পরিবর🌠্তন করব?' জবাবে রোহিত উত্তর দেন, 'দেখো, আমরা কখনও এমন ক্রিকেট খেলি না, যেখানে গ্যারান্টি দিয়ে খেলতে নামি। আমরা যখন মাঠে খেলতে নামি, তখন বর্তমান পরিস্থিতি কী থাকছে, তার পরিপ্রেক্ষিতে আমরা খেলি। আমরা খুব বেশি একটা এগিয়ে চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, আমরা অতীতে এই ভাবে কোনও ফল পাইনি।'
প্রসঙ্গত, গত বিশ্বকাপে অর্থাৎ ২০১৯ সালে এই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। সেই স্মৃতি এখনও টাটকা। এই ম্যাচে যে এমনটা হবে না, তা অবশ্য এখনই বলা সম্ভব নয়, কারণ নিউজল্যান্ড যেমন আন্ডার ডগ, তেমনই এখন দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। রবিবার ধরমশালায় বেশ হাড্ডা হ𒅌াড্ডি ম্যাচ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।