২২ গজে দুরন্ত প্রত্যাবর্তন করলেন কেন উইলিয়ামসন। সব আশঙ্কা দূর করে শুক্রবার হায়দরাবাদে আইসিসি ওডিআই বিশ্💞বকাপে নিউজিল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে সকলকে চমকে দিলেন উইলিয়ামসন। য♌েটা অনেকটাই স্বস্তি দিয়েছে কিউয়ি শিবিরকে। কেন উইলিয়াসন যে পুরো ফিট হওয়ার দিকে এগোচ্ছেন, সেটা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে। এবং এটি বড় বিষয় নিউজিল্যান্ডের কাছে।
আইপিএলে পাওয়া চোটের কারণে একটা সময় পর্যন্ত ধরেই নেওয়া হয়েছিল যে, বিশ্বকাপে কেন উইলিয়ামসনকে আর পাওয়াই যাবে না। এসিএল পেশিতে অস্ত্রোপচার করানোর পরে অবশ্য নিজের মনের জোর আর তাগিদে দ্রুত সুস্থ হয়ে উঠছেন উইলিয়ামসন। এবং তাঁকে রেখেই বিশ্বকඣাপের দল বেছে নিয়েছে নিউজিল্যান্ড।
আর♉ও পড়ুন: এটাই আমার শেষ বিশ্বকাপ হতে পারে𒀰- টুর্নামেন্ট শুরুর আগেই অবসরের ইঙ্গিত দিলেন অশ্বিন
সোমবার উইলিয়ামসন পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করেননি। শুধুমাত্র ব্যাট কꦡরতেই নেমেছিলেন। এবং হাফসেঞ্চুরির পর তিনি রিটায়ার্ট হার্ট হয়ে সাজঘরে ফিরে যান। তবে তাঁর ঝকঝকে হাফসেঞ্চুরি উইলিয়ামসনের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি, অক্সিজেন দিয়েছে পুরো নিউজিল্যান্ড দলকে। দেখে বোঝাই যায়নি যে, ছ'মাস মাঠের বাইরে ছিলেন তিনি। চোটের পর শুক্রবারই প্রথম কোনও ম্যাচ খেললেন কিউয়ি অধিনায়ক। প্রসঙ্গত, শুক্রবার পাকিস্তানের দেওয়া ৩৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড স্বাচ্ছন্দ্যে ৪৩.৪ ওভারে পাঁচ উইকেটে সেই রান তুলে নেয়।
আরও পড়ুন: রো✱হিতদের সঙ্গে বৃষ্টি এখন যেন সমার্থক, বাতিল ভারত-ইংল্যান্ড গুয়াহাটির প্রস্তুতি ম্যাচও
উইলিয়ামসন, যিনি সম্ভবত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন না, চিনি ইএসপিএনক্রিকইনফো-কে বলেছেন, ‘মাঝে কিছুটা ব্যাট করতে পেরেছি, এবং একটি ম্যাচের অংশ হতে পেরে খুব ভালো লাগছে, সত্যিই চমৎকার ছিল। এবং হাঁটু বেশ ভালোই রয়েছে। পরে ꦉএকটু বরফ দিয়েছি হাঁটুতে। এটা প্রক্রিয়ার অংশ। তবে এটা ঠিক, পাঁচ মাস আগেও ভাবিনি, বিশ্বকাপের দলে থাকব বা খেলব। তবে আমি ভাগ্যবান যে, সেরে উঠেছি এবং বিশ্বকাপের স্কোয়াডে আমার নাম রয়েছে। যেটা আমার কাছে উত্তেজনার বিষয়। এবং আমি পরবর্তী খেলার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’
ꩵতিন নম্বরে ব্য়াট করতে নেমেছিলেন উইলিয়ামসন। ৪৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। ৫০ বলে ৫৪ রান করে তিনি মাঠ রিটায়ার্ড হার্ট হন। সোমবার তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সেই ম্যাচে উইলিয়ামসন ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং করবেন বলেও খবর। তবে ৫ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে সম্ভবত পাওয়া যাবে না। তবে পরবর্তী ম্যাচগুলোতে উইলিয়ামসন খেলতে পারবেন বলেই আশা করছে কিউয়ি ব্রিগেড।