বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলা একদম শেষের দিকে এসে গিয়েছে। প্রথম চারে কোন দলগুলি যাবে তার পরিষ্কার একটা চিত্র দর্শকদের সামনে। ভারত,দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া নিশ্চিত ভাবে শেষ চারে নিজেদের জায়গা দখল ক�🌳�রে নিয়েছে। তবে গত বছরের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের এই বছরের অবস্থা একদমই খারাপ। ১০ দলীয় এই টুর্নামেন্টের একদম শেষ স্থানে রয়েছে তাঁরা। আজ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে ইংলিশ বাহিনী। সেখানেই ডাচদের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে লজ্জাজনক ভাবে আউট হতে দেখা গেল তারকা ব্যাটার জো রুটকে।
তাঁর আউট হওয়ার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে উঠেছে হাꦍসির রোল। সমালোচিতও হচ্ছেন তিনি। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বাটলার। বিশ্বকাপে নবাগতদের বিরুদ্ধে ওপেনার জনি বেয়ারস্টোর তাড়াতাড়ি আ꧅উট হয়ে গেলেও প্রতিরোধ গড়ে তোলেন মালান। ৭৪ বলে ৮৭ রান করেন তিনি। জনি আউট হওয়ার পর পিচে আসেন জো রুট। ৩৫ বলে করেন ২৮ রান করেন। মারেন একটি চার। তবে তার বোল্ট আউট হওয়া হওয়া দেখে তিনি আসলে কি করতে চাইছিলেন তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।
ইংল্যান্ডের ইনিংসের ২০.২ ওভারের মাথায় আউট হন জো। সেই সময় বল করছিলেন লিড। ডান হাতি ব্যাটার ঘুরে গিয়ে উইকেট কিপারের ওপর দিয়ে বল মারার চেষ্টায় আউট হন। তার দুই পায়ের মাঝখান থেকে বল সোজা গিয়ে লাগে উইকেটে। তাও আবার মিডল স্ট্যাম্পে তার আউট ꧒হওয়ার এই ভঙ্গি দেখে মাঠে উপস্থি♉ত ইংল্যান্ড সমর্থকরাও হাসতে থাকেন। কেউ হতাশায় নিজের মুখ ঢেকে নিয়ে দুই দিকে মাথা নাড়াতে থাকেন। আবার কাউকে রুটের এমন আউটের জন্য হাসতে দেখা গিয়েছে।
জো রুটের আউট হওয়ার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে হাসির বন্যা বইছে নেটিজেনদের মধ্যে। ভিডিয়ো পোস্ট করে অনেকেই জানতে চাইছেন তিনি আসলে ঠিক করতে চেয়েছিলেন। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার বাজেভাবে আউট হলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলের অবস্থা বেশ ভাল। নয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তারা ৩৩৯ রান যোগౠ করেছে। এখনও পর্যন্ত ইংল্যান্ড ♌সাতটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিততে পেরেছে। ডাচদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কি হয় তা সময় বলবে।