শুভব্রত মুখার্জি:- মাত্র ২৫ বছর বয়স। আর ওই বয়সেই ২২ গজে ব্যাটিং করার সময♐়ে প্রাণ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার ফিল হিউজ। বিশ্ব ক্রিকেটে নেমে আসে অন্ধকার। গোটা ক্রিকেট বিশ্ব শোকস্তব্ধ হয়ে পড়ে। একটি বাউন্সার সবকিছুই শেষ করে দেয়। মাঠেই♒ মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ ব্যাটার। মর্মান্তিক সেই ঘটনা এখনও সবার মনে রয়েছে।
ব্যাট করতে গিয়ে হঠাৎ করেই তাঁর হেলমেটে এসে লাগার পরে জ্ঞান হারান তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘ𝄹োষণা করা হয়। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে বন্ধু ফিল হিউজকে শ্রদ্ধা জানাতেই হাতে কালো বাহুবন্ধনী (আর্মব্যান্ড) পরে মাঠে খেলতে নেমেছিলেন তারকা অজি পেসার মিচেল স্টার্ক। বন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এমনটা করেছিলেন তিনি বলে জানিয়েছেন স্বয়ং স্টার্ক। পরবর্তীতে অজ🌟িদের বিশ্বকাপের শিরোপা জিততেও বল হাতে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেছেন স্টার্ক।
স্টার্কের হাতে ফাইনালের দিনে বাঁধা ছিল একটি বিশেষ আর্মব্যান্ড। তাতে লেখা ছিল 'পিএইচ' অর্থাৎ ফিল হিউজের নামের আদ্যক্ষর।রবিবার অর্থাৎ ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই আর্মব্যান্ড পরেই খেলতে নেমেছিলেন স্টার্ক। ফিল হিউজের ঘটনাটি ঘটেছিল আজ থেকে ৯ বছর আগে। শেফিল্ড শিল্ড অর্থাৎ অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের ম্যাচে ঘটে ছিল ঘটনাটি। অ্যাবটের বাউন্সার এসে লেগেছিল হিউজের মাথার পিছনের দিকের এমন এক অংশে যেখানে ছিল না হেলমেটের কোনও সুরক্ষা। ফলে বিষয়টি প্রা☂ণ𝔍ঘাতী হয়ে যায়। এই ঘটনার পরেই আইসিসি হেলমেটের পিছনের ওই অংশে প্যাডিং বাধ্যতামূলক করে।
প্রসঙ্গত, ২০১৫ সাল অর্থাৎ হিউজের ঘটনা ঘটার এক ব🧸ছর বাদে নিজেদের দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের ফাইনালে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখানেও মাইকেল ক্লার্কের অধিনায়কত্বে দলের সকলে ফিল হিউজের স্মৃতিতে স্পেশাল আর্মব্যান্ড পড়েছিলেন। ওই ফাইনালে নিউজিল্যান্ড দলকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া দল।সেই শিরোপা ও তারা উৎসর্গ করেছিল ফিল হিউজের স্মৃতিতে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে অজিরা। এই বিশ্বকাপের 🌞ফাইনালে অজিদের নায়ক ট্রেভিস হেডের ও খুব ভালো বন্ধু ছিলেন ফিল হিউজ। হেডের এক্স হ্যান্ডেলের কভার ফটোতেও এখন ও রয়েছে হিউজের ছবি।