সুপার সানডেতে বিশ্বকাপে মেগা লড়াই। ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। এবারের বিশ্বকাপে ভারত যেমন ফেভারিট দল, ঠিক তেমনই কিউয়িরাও ফেভারিট। এই মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে দুই দলই। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ বেশ হাড্ডা হাড্ডি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ২০০৩ বিশ্বকাপের পর এখনও পর্যন্ত কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে জিততে পারেনি ভারত।
গত ২০১৯ ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ভারত। সেই ম্যাচের স্মৃতি এখনও ভুলতে পারেনি ভারতীয় দল। এবার যাতে আগেরবারের মতো পরিস্থিতি না হয় সেই দিকেই নজর দিচ্ছে তারা। জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তবে কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের ফলাফল খুব একটা ভালো নয়।
এখনও পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের সঙ্গে ৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৫ বার। এবং ভারত জিতেছে মাত্র ৩ বার। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। সেদিক থেকে দেখতে গেলে রবিবার কিউয়িদের থেকে পরিসংখ্যানগত দিক থেকে অনেকটাই পিছিয়ে নামছে টিম ইন্ডিয়া। রবিবার কিউয়িদের হারিয়ে জয়ের সংখ্যা বাড়াতে পারেন কিনা রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেটাই দেখার। কারণ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত এবং বিরাট । গত ম্যাচে শতরানও করেছেন তিনি। কিউয়িদের বিরুদ্ধে তেমনই এক ইনিংসের আশা করছেন সমর্থকরা।
এবার দেখে নেওয়া যাক বিশ্বকাপের ইতিহাসে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের সঙ্গে কতবার মুখোমুখি হয়েছে? এবং সেই ম্যাচের ফলাফল কী ছিল:-
১৯৭৫ বিশ্বকাপ- ১৪ জুন সেবার ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ড প্রথমবার একে অপরের মুখোমুখি হয়। সেবার ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। গ্রেন টার্নার ১৭৭ বলে করেন অপরাজিত ১১৪ রান।
১৯৭৯ বিশ্বকাপ- ১৩ জুন লিডসে ভারত খেলতে নামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেবারও ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউয়িরা।
১৯৮৭ বিশ্বকাপ- ১৪ অক্টোবর বেঙ্গালুরুতে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার জেতে ভারত। ১৬ রানে কিউয়িদের হারায় টিম ইন্ডিয়া।
১৯৮৭ বিশ্বকাপ- সেবারই নাগপুরে ফের মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ৫১ রানে তিন উইকেট নেন চেতন শর্মা এবং সুনীল গাভাসকর ৮৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
১৯৯২ বিশ্বকাপ- ১২ মার্চ ডুন্ডেইনে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হয়। কিন্তু সেই ম্যাচে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউয়ির।
১৯৯৯ বিশ্বকাপ- ১২ জুন নটিংহ্যামে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সেবারও ভাগ্য বদলায়নি টিম ইন্ডিয়ার।
২০০৩ বিশ্বকাপ- সেঞ্চুরিয়নে ১৪ মার্চ খেলতে নামে ভারত এবং নিউজিল্যান্ড। সেবার স্বপ্নের ফর্মে ছিল ভারত। তাই ৭ উইকেটে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।
২০১৯ বিশ্বকাপ- ১৩ জুন ট্রেন্ট ব্রিজে এই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়।
২০১৯ বিশ্বকাপ- ৯ জুলাই ম্যাঞ্চেস্টার বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হয় দুই দল। ১৮ রানে ম্যাচ জিতে ভারতরে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় কিউয়িরা।