নতুন হোক কিংবা পুরনো। যে কোনও বলেই তিনি ভয়ঙ্কর। বিশেষ নতুন বলে তাঁর পেস এবং সুইং বিপক্ষ দলের ব্যাটারের রাতের ঘুম কেড়ে নেন। প্রত্যেক ব্যাটারই পাকিস্তানের তা🦄রকা পেসার শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে খেলার জন্য আলাদা করে হোম ওয়ার্ক করেন। কারণ নতুন বলে আফ্রিদি কতটা ভয়ঙ্কর, তা কারোর অজানা নয়। আজ অর্থাৎ মঙ্গলবার বিশ্বকাপের বাংলাদেশ ম্যাচেও যা অন্যথা হয়নি।
প্রথম ওভারেই তানজিদ হাসানকে তুলে নেন আফ্রিদি। এলবিডব্লু হন তানজিদ। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন বাংলাদেশের এই ওপেনার। কিন্তু লাভের লাভ ক🔜িছু হয়নি। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। খাতা খুলতে না পেরেই ফিরে যান তানজিদ। ম্যাচের প্রথম উইকেটটি তুলে নেন শাহিন। এই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন বাংলাদেশের এই পেসার। ওডিআই ক্রিকেটে নিজের কেরিয়ারে শততম উইকেটটি তুলে নেন তিনি। শুধু তাই নয়, বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ১০০টি উইকেট নিলেন তিনি।
শাহিনের আগে রয়েছেন সন্দীপ লামিছানে। যিনি ১০০ টি উইকেট নিয়েছেন ৪২টি ম্যাচ খেলে। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনার নিয়েছেন ৪৪টি ম্যাচ। রশিদের ঠিক পরেই রয়েছেন শাহিন আফ্রিদি। তিনি কৃতিত্বটি অর্জন করতে ৫১টি ম্যাচ খেলেছেন।🌺 সেদিক থেকে দেখতে গেলে প্রথম পাক বোলার হিসাবে দ্রুততম শততম উইকেট নিলেন শাহিন। পাক পেসারে পরে অর্থাৎ চ𒀰তুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। যিনি ৫২টি ম্যাচ খেলে ১০০টি উইকেটের মালিক হন। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের আরও এক ক্রিকেটার শাকলিন মুস্তাক। তিনি ৫৩টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেন। এবার শাকলিনকে টপকে এই রেকর্ড গড়লেন শাহিন।
আজ অর্থাৎ ৩১ অক্টোবর মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। এই মুহূর্তে দুই দলের অবস্থাই একই। কেউ ভালো জায়াগায় নেই। পরপর ম্য়াচ হেরেছে তারা। যদিও এই 🎶টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় আগের ম্য়াচেই ঘটে গিয়েছে। কিন্তু পাকিস্তান দলের এখনও একটা সুযোগ রয়েছে। আজকের ম্যাচে তাদেরকে জিততেই হবে। সেই সঙ্গে বাকি ম্যাচেও জিততে হবে। তাকিয়ে থাকতে হবে বাকি দলের দিকেও। যদিও সেই দলগুলি হারে, তাহলেই পাকিস্তানের কাছে শেষ চারের একটা সুযোগ থেকে যাবে। কিন꧋্তু সেই পথটা বেশ কঠিন, তা ভালো করেই জানেন বাবর আজমরা। এখন এটাই দেখার আজকের এই ম্যাচ জিততে পারে কিনা পাক দল।