সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারত বেশ কিছু ইতিবাচক দিকের সন্ধান পেয়েছে। যদিও সংশয় থেকে গিয়েছে🦩 কয়েকটি বিষয়ে। চোট সারিয়ে মাঠে ফেরা একাধিক ক্রিকেটার বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত, সেটা বোঝা গিয়েছে এশিয়া কাপের মঞ্চে। তবে কয়েকজন ♓ক্রিকেটারের চোট নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা।
প্রথমত, এশিয়া কাপের আসরে চোট সারিয়ে মাঠে ফেরা দুই๊ তারকা লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরাহ ফুলমার্কস পেয়েছেন ফিটনেস ও ফর্মের দিক দিয়ে। তবে শ্রেয়স আইয়ারের নতুন করে চোট পেয়ে বসা অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে ভারতীয় শিবিরে।
শ্রেয়স এশিয়া কাপের গ্রুপ𒁃 লিগের ম্যাচগুলিতে মাঠে নামেন। তবে তার প꧟রেই তিনি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। সুপার ফোর রাউন্ডের ম্যাচগুলিতে তো বটেই, এমনকি ফাইনালেও মাঠের বাইরে থাকতে হয় শ্রেয়সকে।
𓄧অন্যদিকে চোটের জন্য অক্ষর প্যাটেল এশিয়া কাপের ফাইনালে মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে তড়িঘড়ি দেশ থেকে ওয়াশিংটন সুন্দরকে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়াশিংটন ফাইনালে মাঠেও নেমে পড়েন, যদিও ব্যাটে-বলে কিছু করে দেখানোর অবকাশই মেলেনি তাঁর।
সুতরাং, বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার শ্রেয়স ও অক্ষরের ফিটনেস নিয়ে সংশয় থেকেই যাচ্ছไে। ওদিকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্কোয়াডে একজন অফ-স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করছে। যার ফলেই অক্ষরের বদলে চাহালকে নয়, বরং ওয়াশিংটনকে অগ্রাধিকার দ🎉েন জাতীয় নির্বাচকরা।
এশিয়া কাপ জয়ের পরে রোহিত শর্মা ২টি বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। প্রথমত, অক্ষরের ফিট হয়ে উঠতে সপ্তাহ দু'য়েক সময় লাগতে পারে। দ্বিতীয়ত, ওয়াশিংটন ও অশ্বিন ভারতের বিশ্বকাপ ভাবনায় রয়েছেন ভালো মতোই। ফলে হঠাৎ♏ করেই অশ্বিনের বিশ্বকাপ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
অশ্বিনকে আসন্ন বিশ্বকাপে মাঠে নামতে দেখা যাবে কিনা, তার বড়সড় ইঙ্গিত মিলতে পারে সোমবার রাতেই। কেননা এদিনই ৮টা ৩০ নাগাদ সাংবাদিক সম্মেলন করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিদের জন্য দল ঘোষণা করবেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। সঙ্গে থাকবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজের স্কোয়াডে যদি অশ্বিনকে দেখা যায়, তবে বুঝে নিতে হবে যে▨, সেটিই অভিꦓজ্ঞ অফ-স্পিনারের কাছে বিশ্বকাপের ট্রায়াল হতে চলেছে। একই কথা প্রযোজ্য ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রেও।