বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই চরম উন্মাদান। টেনশনের চোরাস্ত্রোত। হার্টবিট বেড়ে যাওয়া! শুধু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যেই এই লড়াই এখন সীমিত নয়। দুই দেশের আঙিনা টপকে বি🎃শ্বের দরবারে পৌঁছে গিয়েছে এই ম্যাচের উত্তাপ।
২০২৩ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দেখার অপেক্ষায় ছিলেন গোটা বি🐻শ্বের ক্রিকেট ভক্তরাই। যার জেরে শনিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে ২০২৩ আইসিসি বিশ্বকাপের ম্যাচটি ডিজনি প্লাস হটস্টারে একটি নতুন বিশ্বব্যাপী স্ট্রিমিং রেকর্ড তৈরি করেছে। ৩.৫ কোটি দর্শ൩ক একই সঙ্গে একটি নির্দিষ্ট সময়ে ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে দেখেছেন।
ভারতের কোনও আন্তর্জাতিক ম্য়াচ চলাকালীন এটাই অনলাইনে সবচেয়ে বেশী কনক𝓰ারেন্টের নজির। এর আগে এই রেকর্ড ছিল জিও সিনেমা অ্যাপের দখলে। রোহিত শর্মার ব্যাটিংয়ের সময় ডিজনি প্লাস হটস্টারে কনকারেন্ট ৩ 🦋কোটি ১০ লক্ষে পৌঁছে গিয়েছিল। পুরো ম্য়াচ জুড়ে কনকারেন্ট ছিল প্রায় ২ কোটির উপরে।
আরও পড়ুন: এটা করার সঠিক༺ দিন 🍌ছিল না- কোহলির থেকে জার্সি নেওয়ায় বাবরকে ধুইয়ে দিলেন আক্রম
ভারতের কোনও আন্তর্জাতিক ম্য়াচ🔯 চলাকালীন এটাই অনলাইনে সবচেয়ে বেশী কনকারেন্টের নজির। এর আগে এই রেকর্ড ছিল জিও সিনেমা অ্যাপের দখলে। রোহিত শর্মার ব্যাটিংয়ের সময় ডিজনি+হটস্টারে কনকারেন্ট ৩ কোটি ১০ লক্ষে পৌঁছে গিয়েছিল। প্রায় সারাটা ম্য়াচজুড়ে কনকারেন্ট থাকা ২ কোটির ওপরে।
স্ট্রিমিং জায়ান্টটি এক বিবৃতিতে বলেছে, ‘এটি ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়েই অর্জিত সর্বোচ্চ পিক কনকারেন্সি নম্বর। ১৪ অক্টোবর দু♎ই দলের লড়াইটি এই ধরনের প্ল্যাটফর্ম এবং সারা দেশের ডিজিটাল স্পোর্টস দর্শকদের হাত ধরে নতুন রেকর্ড🍰 তৈরি করেছে।’
এই বছরের শুরুতে চেন্নাই সুপার কিংস এবং গ😼ুজরাট টাইটান্সের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে একই সঙ্গে একই সময়ে ৩.২ কোটি দর্শকের রেকর্ড গড়েছিল। শনিবার আগের এই রেকর্ডটিও ছাপিয়ে গিয়েছে।
আরও পড়ুন: বাꦗরবার ৫ বার- টানা ভারতের কাছে হারল পাকিস্🥂তান, ODI-এর ইতিহাসে প্রথম ঘটল এমন ঘটনা
এর আগে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে দর্শকসংখ্যা হয়েছিল সর্বোচ্চ ২.৮ কোটি। এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচে দর্শকসংখ্যা উঠেছিল ২.১ কোটি পরꦦ্যন্ত। শনিবার রোহিতের ঝোড়ে ব্যাটিং দেখার জেরে যাবতীয় পুরনো সব রেকর্ড ভেঙে গিয়েছে। এতং স্বভাবতই খুশি হটস্টার কর্তৃপক্ষ। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন জানিয়েছেন ডিজনি প্লাস হটস্টারের ইন্ডিয়ার প্রধান সাজিত শিবনন্দন।
তিনি বলেছেন, ‘আমরা ডিজনি প্লাস হটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য টিউন ইন করা সমস্🐻ত ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। খেলার প্রতি আপনার ভালবাসাই Disney+ Hotstar-এর জন্য সমস্ত ক্রিকেট ফরম্যাট জুড়ে পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া সম্ভব করেছে এবং এটি নতুন রেকর্ড হয়েছে।’
ডিজনি স্টার টেলিভিশন এবং ডিজিটাল- দুই প্ল্যাটফর্মেই আইসিসি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের জন্য মিডিয়া স্বত্ব পেয়েছে। ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কের ডিজনি স্⛎টারেও সম্প্রচার করা হয়েছিল। তবে তার দর্শক সংখ্যা সম্পর্কে পরে তথ্য প্রকাশ করা হবে।