গত কয়েক মাসে টানা দ্বিতীয়বারের মতো ভারতের বিরুদ্ধে খুবই লজ্জাজনক পারফর্ম করেছে শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কার খেলোয়াড়রা এখনও এশিয়া কাপের ফাইনালে অপমানের কথা ভুলতে পারেননি এবং বর্তমানে বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর করার রেক🐽র্ড শ্রীলঙ্কার নামে যুক্ত হয়েছে। ২০২৩ বিশ্বকাপের ৩৩ তম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ৫৫ রানে বোল্ড করে দেয় ভারতীয় দল। যা বিশ্বকাপের ইতিহাসে একটি পূর্ণ সদস্য দলের তৈরি সর্বনিম্ন স্কোর। এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার তৃতীয় সর্বনিম্ন স্কোর।
ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ছিল ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচে শ্রীলঙ্কা দল মাত্র ৪৩ রান কর▨ে ছিল। এর পরে, কলম্বোতে এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে শ্রীলঙ্কা দল মাত্র ৫০ রান করতে পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ওয়ানডেতে তৃতীয় সর্বনিম্ন স্কোর করেছিল শ্রীলঙ্কা। এটি ভারতের বিরুদ্ধে শ্রীল🥂ঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন ওয়ানডে স্কোর। এর আগে কলম্বোতে ৫০ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কা ছাড়াও ভারত কম স্কোরে হারিয়েছে বাংলাদেশ ও জিম্বাবোয়েকে। ভারতও বাংলাদেশকে ৫৮ রানে হারিয়েছে এবং জিম্বাবোয়েকে ৬৫ স্কোরে শেষ করে দিয়েছিল।
তবে এদিনের ম্যাচে কথাধিক লজ্জার নজির গড়েছিল শ্রীলঙ্কার ব্যাটাররা। এর মধ্যে অন্যতম হল, এই ম্যাচে শ্রীলঙ্কা দলের টপ পাঁচ ব্যাটার মিলিয়ে মাত্র ২ রান করেছিল। এই তালিকায় এর পরেই রয়েছে কানাডা। ২০১৩ সালে কিং সিটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কানাডার টপ পা✅ঁচ ব্যাটার চার রান করেছিল। তালিকার তিন নম্বরে রয়েছে পাকিস্তান। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের টপ পাঁচ ব্যাটার মাত্র আট রান করেছিল। এদিনের ম্যাচের কথা বললে, পাথুম নিশঙ্কা ও দিমুথ করুণারত্নে ওপেন করতে এসে শূন্য রানে আউট হন। কুশল মেন্ডিস এক রান করে সিরাজের শিকার হন। সাদিরা সমরাবিক্রমেও শূন্য রান করে সাজঘরে ফিরে যান। চরিথ আসালঙ্কা পাঁচ নম্বরে নেমে এক রান করেন। এভাবেই মাত্র দু রানের মধ্যে প্রথম পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা।
চলতি ক্যালেন্ডার বছরে চতুর্থবারের মতো ওডিআই ইনিংসে ৮০ রানের মধ্যে আউট হয়ে যায় শ্রীলঙ্কা পুরুষ দল। ভারতের বিরুদ্ধে তিনবার আশি রানের কমে আউট হয়েছে শ্রᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚীলঙ্কা। চলতি বছরে একবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০-এর নীচে বোল্ড আউট হয়েছিল শ্রীল♉ঙ্কা। এর আগে, কোনও দলই এক ক্যালেন্ডার বছরে দুইবারের বেশি আশি রানের কম স্কোরে বোল্ড আউট হয়নি।