জসপ্রীত বুমরাহকে কেন যে জসপ্রীত বুমরাহ বলা হয়, তা আবারও প্রমাণ করলেন ভারতের তারকা পেসার। দুর্ধর্ষ বলে পাকিস্তানের তারকা ব্যাটার মহম্মদ রিজওয়ানের স্টাম্প ভেঙে দিলেন বুমরাহ। সেই বলটা এতটাই ভালো ছিল যে ফর্মে থাকা রিজওয়ান পর্যন্ত হতবাಞক হয়ে গেলেন। ক্রিজে দাঁড়িয়ে অনেকক্ষণ বোঝার চেষ্টা করলেন যে ঠিক কী হল তাঁর সঙ্গে। বুমরাহের কোন বলে পরাস্ত হলেন, কীভাবে পরাস্ত হলেন। তারপর ড্রেসিংরুমের দিকে হেঁটে যেতে বাধ্য হলেন পাকিস্তানের তারকা ব্যাটার।
শনিবার ৩৪ তম ওভারের শেষ বলে সেই দুর্ধর্ষ বলটা করেন বুমরাহ। ১১ রানের মধ্যে পাকিস্তান তিন উইকেট হারানোর পরে দলের সেরা বোলারকে আক্রমণে এনে পাকিস্তানকে আরও চেপে ধরতে চেয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর অধিনায়কের সেই মনবাসনা পূরণ করেন বুমরাহ। ৩৪ তম ও🍸ভারের শেষ বলটা একেবারে ঢিমেগতিতে অফকাটার করেন ভারতের তারকা পেসার।
আরও পড়ুন: IND vs PAK, CWC 2023 Live: শাদ๊াবকে ফ🐻েরালেন বুমরাহ, সপ্তম উইকেট পড়ল পাকিস্তানের
জোরে বল হোক বা ঢিমেগতির বল হোক, বুমরাহের ‘আর্মস্পিড’ যেহেতু তেমন পরিবর্তিত হয় না, তাই বলটা যে এতটা ঢিমেগতিতে আসছে, সেটা বুঝতেই পারেননি রিজওয়ান। বলটা অফস্টাম্পের বাইরে পড়ে। গ্রিপ হয়। আর রিজওয়ানের দিকে আসতে থাকে। রিজওয়ান একেবারেই বুঝতে পারেননি যে বলটা ঢিমেগতিতে আসছে। আগে খেলে ফেলেন। আর ব্যাট ও শরীরের ফাঁক দিয়ে বলটা ঢুকে গিয়ে স্টাম্ꦍপে আছড়ে পড়ে।
রিজওয়ান যতক্ষণে বুঝতে পারেন, ততক্ষণে তাঁর স্টাম্প ছিটকে গিয়েছে। আর কিচ্ছু কর🔴ার ছিল না তাঁর। পিছনে ঘুরে দেখেন যে তাঁর স্টাম্পের কী পরিণতি হয়েছে। বুমরাহ ঠিক কী করেছেন, সেটা বোঝার চেষ্টা করেন। তারপর ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেন পাকিস্তানের তারকা ব্যাটার। সবথেকে বড় বিষয়, তিনি যে সবে ক্রিজে এসেছিলেন, সেটা নয়। বরং বুমরাহের কাছে পরাস্ত হওয়ার আগেই ৬৮ বল খেলে ফেলেছিলেন। করে ফেলেছিলেন ৪৯ রান।
তবে সেখানেওই শেষ হয়নি বুমরাহের ম্যাজিক। নিজের পরের ওভারের দ্বিতীয় বলেই শাদাব খানকে বোল্ড করেন। এবার লেংথ বল করেন। তা পিচে পড়ে꧟ সোজা হয়ে যায়। ভুল লাইনে খেলে ফেলেন শাদাব। বল আছড়ে পড়ে পাকিস্তানের তারকা অল-রাউন্ডারের স্টাম্পে।