শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার এই ধারাবাহিক পারফরম্যান্সের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে চায়নাম্যান স্🌺পিনার কুলদীপ যাদবের। মাত্র কয়েক বছর আগে ও যিনি তাঁর আইপিএলের ফ্র্যাঞ্চাইজির হয়েই নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগ পেতেন না সেই তিনিই অনবদ্য কামব্যাক করেছেন। চলতি বিশ্বকাপে ভারতীয় দলের স্পিন বোলিং বিভাগের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। সেই কুলদীপ যাদব খোলসা করলেন কিভাবে এখন ও তাঁর কেরিয়ার🔯ে প্রভাব রয়েছে কিংবদন্তি শেন ওয়ার্নের!
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই পাঁচ ম্যাচ খেলে আটটি উইকেট নিয়ে ফেলেছেন কুলদীপ যাদব। ভারতের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের হাতে বল হাতে বেশ ভালো পারফরম্যান্স করেছেন তিনি। ৩৫ রান দিয়ে নিয়েছেনꦛ দুটি উইকেটও। এর পাশাপাশি আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ও বেশ ভালো বোলিং করেন তিনি। ওয়াসিম আক্রামের ভক্ত কুলদীপ যাদব একটা সময়ে পেস বোলার হওয়ার স্বপ্ন দেখতেন। পরবর্তীতে কোচꦇের পরামর্শে তিনি স্পিন বোলিং করা শুরু করেন। বাকিটা এখন ইতিহাস।
আইসিসির এক কলামে কুলদীপ যাদব জানান, 'আমি কিভাবে বোলিং করছি তা নিয়ে যদি আমার মনে কোন সংশয় থাকে আমি তখন শেন ওয়ার্নের পুরনো ভিডিয়ো দেখি। তাঁর পুরনো বোলিং অ্যাকশন দেখি। আমি মনে করি আমি খুব সৌভাগ্যবান যে আমি ওঁর সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হ♚য়ে গিয়েছিল। আমি টিভির পর্দায় ওর খেলা নিয়মিত দেখতাম। কিভাবে পরিকল্পনা করে ব্যাটারদের আউট করত তা দেখতাম। কিভাবে পরিকল্পনা করত তা থেকে শেখার চেষ্টা করতাম। মানসিকভাবে খুব দৃঢ় ব্যক্তিত্বের লোক ছিলেন তিনি। আমি যখন ২০১৯ সালের সিডনি টেস্ট খেলি তখন আমাকে খুব সাহায্য করেছিলেন ওয়ার্ন। আমি আমার বোলিংয়ের অনেক কিছুই ওনার থেকে শিখেছি। আমি চিরজীবন ধরে ওনাকেই ফলো করে এসেছি।'