Kusal Mendis hospitalized-বর্তমানে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ চলছে। এই ম্যাচে টস🏅 জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। যা সঠিক বলে প্রমাণিত হয়েছে। এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। শ্রীলঙ্কার হয়ে বিস্ফোরক স্টাইলে সেঞ্চুরি করেন কুশল 🦩মেন্ডিস ও সাদিরা সমরাবিক্রমে। এই খেলোয়াড়দের কারণেই শ্রীলঙ্কা দল পাহাড় সমান ৩৪৪ রান তুলতে পেরেছিল। কিন্তু এবার বিশ্বকাপের এই ম্যাচের মাঝপথেই দুঃসংবাদ এল শ্রীলঙ্কা দলের জন্য।
শ্রীলঙ্কার উত্তেজনা বেড়েছে
শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিস যখন মাঠ থেকে ফেরেন, ꦆতখন তিনি ব্যথা অনুভব করেন। এর পর তাঁকে হাসপাতꦡালে নিয়ে যাওয়া হয়। টুইটারে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। মেন্ডিসের জায়গায় ফিল্ডিং করছেন দুশান হেমন্ত। যেখানে মেন্ডিসের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব নিয়েছেন সাদিরা সামারাবিক্রমা।
কী বলা হয়েছে শ্রীলঙ্কা বোর্ডের তরফ থেকে
শ্রীলঙ্কা বোর্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে, ‘খেলার পরে কুশল মেন্ডিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে চলতি ম্যাচে ৭৭ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পরে মাঠ থেকে ফেরার সময় তাঁর ক্র্যা♚ম্প হয়েছিল। মেন্ডিসের পক্ষে মাঠে ফিল্ডিꦓং করা সম্ভব হয়নি তাই তাঁর জায়গায় মাঠে রয়েছেন দুশান হেমান্থা। আর মেন্ডিসের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব নিয়েছেন সাদিরা সামারাবিক্রমা।’
মেন্ডিস দুর্দান্ত ব্যাটিং করেছেন
পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করেছেন কুশল মেন্ড✃িস। পুরো মাঠে স্ট্রোক মেরে বিস্ফোরক ব্যাটিং দিয়ে সকলের মন জয় করে নেন তিনি। মাত্র ৬৫ বলে সেঞ্চুরি করেন তিনি। ওডিআই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করা শ্রীলঙ্কার খেলোয়াড় হয়েছেন তিনি। ভেঙে দিয়েছেন কুমার সাঙ্গাকারাﷺর রেকর্ড। বিশ্বকাপে ৭০ বলে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। মেন্ডিস তার ইনিংসে মোট 77 বল খেলে 122 রান করেন, যার মধ্যে ১৪টি চার ও ছয়টি ছক্কা ছিল।
ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর
টস জিতে প্রথমে ব্যাট করতে আসা শ্রীলঙ্কা দলের শুরুটা ছিল খুবই খারাপ। কুশল পেরেরা তখন খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু এর পরে পাথুম নিশঙ্কা ও কুশল মেন্ডিস দুর্দান্ত ব্✃যাটিং করেছেন। ৫১ রান করে আউট হন নিশঙ্কা। মেন্ডিস ১২২ রান, সাদিরা সামারাবিক্রমা ১০৮ রান এবং ধনঞ্জয় ডি সিলভা ২৫ রানের অবদান রাখেন। এই খেলোয়াড়দের কারণেই শ্রীলঙ্কা দল ৩৪৪ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয়। এটি পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপে যে কোনও দলের সবচেয়ে বড় স্কোর।