এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই দুটি অঘটন ঘটে গিয়েছে। প্রথম অঘটনটি ঘটে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে। সেই ম্যাচে আফগানিস্তান দল হারিয়ে দেয় ইংল্যান্ডকে। দ্বিতীꦓয় অঘটনটি ঘটে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচে। যেখানে ডাচরা হারিয়ে👍 দেয় প্রোটিয়াদের। স্বাভাবিক ভাবে বিশ্বকাপে এই দুই ম্যাচ শোরগোল ফেলে দেয় ক্রিকেট মহলে।
ইংল্যান্ডকে হারানোর পর আফগানিস্তান খেলতে নামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অনেকেই ভেব꧟েছিলেন এই ম্যাচে নিজেদের সেই ধারা হয়তো বজায় রাখবে আফগানরা। কিন্তু তা একেবারেই হয়নি। ববং লজ্জার নজির গড়লেন রশিদ খানরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হল ১৪৯ রানে। এবারের বিশ্বকাপের এটাই সবচেয়ে বেশি রানে পরাজয়। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জেতার ঠিক পরের ম্যাচেই লজ্জার নজির গড়ল তারা।
বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। দুর্দান্ত ব্যাটিং করেন উইল ইয়ং (৫৪), টম লাথাম🎀 (৬৮) এবং গ্লেন ফিলিপস (৭১)। কিউয়ি ব্যাটারদের দাপটে বেশ চাপে পড়ে যায় আফগানরা। যদিও এই ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটাররা খারাপ ফিল্ডিং করেন। মিস করেন করেন ক্যাচও। যার জেরে বিপক্ষ দল অনেকটা রান করেছে বলে মনে করেন হাশমতউল্লাহ শাহিদি।
এদিন জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায় আফগাননা। একমাত্র রহমত শাহ ৩৬ রান করেন। এছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ। ব্যাটাররা এলেন আর চলে গেলেন। এই ম্যাচে তিনটি উইকেট নেনে লকি ফার্গুসন এবং মিচেল স্যান্টনার। ম্যাচের সেরা হন গ্লেন ফিলিপস। ১৪৯ রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে এটাই প্রথম এত বড় ব্যবধানে জয়। স্বাভাবিক ভাবেই লজ্জ♛ার এক নজির গড়ল আফগা༒নিস্তান দল। যা হয়তো অনেকেই কল্পনা করতে পারেনি।
দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ।🌞 সেই ম্যাচে ১৩৭ রানে ব্যবধানে বাংলাদেশকে হারায় ইংল্যান্ড দল। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। ১৩৪ রানে সেই ম্যাচ জেতে প্রোটিয়ারা। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচ। সেই ম্যাচেও প্রোটিয়ারা জেতে ১০২ রানে। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস ম্যাচ। কিউয়িরা ৯৯ রানে হারায় ডাচদের।