শুভব্রত মুখার্জি: উপমহাদেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের দর্শকরা একেবারে ক্রিকেট পাগল। গোটা বিশ্বের যে প্রান্তেই তাঁদের প্রিয় দল খেলুক না কেন, সেখানেই দে🎃শকে সমর্থন করতে তাঁরা মাঠে উপস্থিত হয়ে যান। ফলে এবারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ভারত থাকায় স্টেডিয়ামে দর্শক উপস্থিতির হার যে বেশি হবেই, তা আর বলার অপেক্ষা ছিল না। বাস্তবে হলও তাই। আর তার সঙ্গেই নয়া নজির গড়ে ফেলেছে ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ। সব ম্যাচ মিলিয়ে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নিরিখে সব নজির ভেঙে দিয়েছে এই বিশ্বকাপ।
আরও পড়ুন: ভুল অ্যাডাম জাম্পাকꦛে ট্রোল করে হাসির খোরাক হলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা
স্টেডিয়ামে উপস্থিত থেকে এই বিশ্বকাপের ম্যাচ দেখেছেন প্রায় সাড়ে ১২ লক্ষেরও বেশি মানুষ। আইসিসির তরফে যে অফিসিয়াল উপস্থিতির পরিসংখ্যান ঘোষণা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ১২,৫০,৩০৭ জন দর্শক মাঠের দর্শকাসনে বসে খেলা উপভোগ করেছেন। যা ১৩টি ওডিআই বিশ্বকাপের বাকি সংস্করণের মধ্যে সর্বোচ্চ। মোট ৪৮ টি ম্যাচে উপস্থিত হয়েছিলেন এই ১.২৫ মিলিয়ন দর্শক। ৫ অক্টোবর থেকে শুরু হয়েছিল এই প🌸্রতিযোগিতা। চলে ১৯ নভেম্বর পর্যন্ত। প্রথম ম্যাচে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়া💧মে মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এই মাঠেই অনুষ্ঠিত হয় ফাইনাল। যেখানে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। যেখানে ভারতকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া দল।
২০২৩ বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক দর্শক উপস্থিত ছিল গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচে। তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। ২০২৩ বিশ্বকাপ ভেঙে দিয়েছে ২০১৫ বিশ্বকাপে হওয়া নজির। ২০১৫ সালে যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।সে বার সব মিলিয়ে দর্শক উপস্থিতি ছিল ১০,১৬,৪২০। ২০১৯ সালে ইংল্যান্ডে যে বিশ্বকাপ আয়োজন কর൲া হয়েছিল সেই বিশ্বকাপে উপস্থিত হয়েছিল ৭,৫২,০০০ দর্শক। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা-নামিবিয়া এবং জিম্বাবোয়ে। সে বারও অক্টোবর -নভেম্বর মাসেই খেলা হবে বিশ্বকাপ। তার আগে ২০২৪ সালের জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপ।