শুধু ক্যাপ্টেন হিসেবেই নয়, বরং♑ ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবেও মহেন্দ্র সিং ধোনি বহু ক্রিকেটারের কাছে আদর্শ। তাঁর থেকে শিখতে চান না, এমন উইকেটকিপার-ব্যাটার বিশ্বে খুব কমই খুঁজে পাওয়া যাবে। ধোনিকে দেখে তাঁকে অনুকরণ করার চেষ্টা করেন অনকেই। যদিও সবার পক্ষে যে সব কিছু সম্ভব নয়, সেটা বোঝা গেল আরও একবার।
শনিবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেটকিপিং করার সময় ধোনিকে অনুকরণ করা▨র চেষ্টা করতে দেখা যায় মহম্মদ রিজওয়ান𓆉কে। যদিও তিনি ব্যর্থ হন। সেখানেই বোঝা যায় যে তফাৎটা।
ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম ইনিংসের ২৪তম ওভারে বল করতে আসেন শাদব খান। ২৩.৪ ওভারে শাদবের বলে রিভার্স সুইপ মারার চেষ্টা করেন বেন স্টোকস। বল🌠 ব্যাটেই লাগেনি। শাদব বুদ🎀্ধি করে বল লেগ স্টাম্পের বাইরে রাখেন।
স্টোকস বল মিস করার পরে ব্যাটসম্যানের পিছন দিয়ে তা উইকেটকিপারের কাছে যায়। রিজওয়ান ততক্ষণে লেগ-সাইডে সরে গিয়ে যথাযথ জায়গা নেন। তবে নীচু হয়ে যাওয়া বল দস্তানাবন্দি করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। এমন ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকে তৎক্ষণাৎ দুই পায়ের ফাঁক বন্ধ করে বল 🦄আটকাতে দেখা যায়। রিজওয়ানও সেই চেষ্টাই করেন। তবে বল ততক্ষণে তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। শেষমেশ সেই বলে বাই-হিসেব൩ে চার রান উপহার পায় ইংল্যান্ড।
ধারাভাষ্য দেওয়ার সময় নাসের হুসেন মহ♍েন্দ্র সিং ধোনি সঙ্গে রিজꦫওয়ানের এমন প্রচেষ্টার মিল খুঁজে পান। তিনি তা উল্লেখ করতে ভোলেননি। যদিও শেষমেশ ধোনি হওয়া হয়নি রিজওয়ানের।
ইডেনে ইংল্যান্ডের কাছে পাকিস্তানকে কার্যত আত্মসমর্পণ করতে দেখা যায়। শুরুতে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে💖 ৩৩৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। জনি বেয়ারস্টো ৫৯, জো রুট ৬০, বেন স্টোকস ৮৪, ডেভিড মালান ৩১, জোস বাটলার ২৭ ও হ্যারি ব্রুক ৩০ রান করেন। হ্যারিস রউফ ৩টি এবং𝓡 শাহিন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৪৪ রানে অল-আউট হয়ে যায়। ৯৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড। বাবর আজম ৩৮, মহম্ম🥀দ রিজওয়ান ৩৬, সউদ শাকিল ২৯, আঘা সলমন ৫১, শাহিন আফ্রিদি ২৫ ও হ্যারিস রউফ ৩৫ রান করেন। ৩টি উইকেট নেন ডেভিড উইলি।