টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনালের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ১৬ রান দরকার ছিল। সেই সময়ে বিস্ফোরক ডেভিড মিলার স্ট্রাই🍸কে ছিলেন এবꦬং বল করছিলেন হার্দিক পান্ডিয়া। হার্দিক প্রথম বলটি ফুল টস করেন এবং সেই বলটিকে ছক্কা মারার চেষ্টা করেন মিলার। বলটি বাউন্ডারি লাইন অতিক্রম করছিল ঠিক সেই সময়ে লং অফে থাকা সূর্যকুমার যাদব এর মাঝে চলে আসেন এবং বলটি ধরে ফেলেন। নিশ্চিত ছয়টিকে ক্যাচে রূপান্তর করে ফেলেন সূর্য এবং ভারতের জয় নিশ্চিত করেন।
বিশেষজ্ঞদের মতে, ফাইনালে সূর্যকুমার যাদবের ধরা ডেভিড মিলারের ক্যাচেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু সেই ক্যাচ নিয়ে এখনও বিতর্ক থামেনি। বিশ্বকাপ জেতার ১১ দিন পরে সেই ক্যাচ নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব। সূর্যের ক্যাচের কারণে বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় দক্ষিণ আফ্রিকার বোর্ড বা ক্রিকেটারেরা কোনও অভিযোগ করেনি। কিন্তু কিছু সমালোচক এবং ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রশ্ন করছেন এবং বিতর্ক চালাচ্ছেন। তাঁদের কারও অভিযোগ, ক্যাচ নেওয়ার সময় সূর্যের পা বাউন্ডারিতে লেগেছিল। আবার কারও অভিযোগ, বাউন্ডারি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই সব অভিযোগ নিয়ে সূর্যকুমার যাদব এত দিন চুপ ছিলেন। তবে এবার সেই ক্যাচ নিয়ে মুখ খুলেছেন টিম🃏 ইন্ডিয়ার ‘স্কাই’।
সাংবাদিকদের প্রশ্নের জবাব ভারতীয় দলের ক্রিকেটার সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা তো সকলকে খুশি𒈔 করতে পারি না। যখন বলটা ধরেছিলাম, তখন আ🍃মার পা বাউন্ডারিতে লাগেনি। আমার সেই মুহূর্তে যেটা ঠিক মনে হয়েছিল সেটাই করেছি। ঈশ্বর আশীর্বাদ করেছিলেন। বলটা আমার দিকে এসেছিল। ক্যাচ ধরার জন্য আমার সেরাটা দিয়েছি। বার বার রিপ্লে-তে বোঝা গিয়েছে ক্যাচ নিয়ে কোনও সমস্যা ছিল না। পরিষ্কার ক্যাচ ধরেছি।’
তবে এই ক্যাচটা ধরার জন্য অনেক অনুশীলন করতে হয়েছে তাঁকে। হঠাৎ করে ওই রকমের কঠিন ক্যাচ ধরেননি সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব এই বিষয়ে বলেন, ‘অনুশীলনে ওই ধরনের ক্যাচ অনেক ধরতাম। জানতাম, ম্যাচে ওই পরিস্থিতি আসতে পারে। নিজেকে তৈরি করেছিলাম। ঈশ্বর ভাগ্যক্রমে ফাইনালের ওই মুহূর্তে আমাকে সুযোগ দিয়েছিলেন। আমি সেটা কাজে লাগিয়েছি।’ ভারত বিশ্বকাপ জেতার পর থেকে সূর্যের এই ক্যাচের প্রশংসা করেছেন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞেরা। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা বার বার জানিয়েছেন, ওই পরিস্থিতিতে ওই ক্যাচের গুরুত্ব কতটা ছিল। তার পরেও ক্যাচ নিয়ে বিতর্ক চলছে। অবশেষে জবাব দিলেন সূর্যকুমার যাদব। তবে এই উত্তরে ൲সমালোচক আর নিন্দুকেরা কতটা খুশি হন সেটাই দেখার।