ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং প্রায়ই মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করে থাকেন। যোগরাজ সিং নিজে একজন প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন, তবুও তিনি ধোনির সাফল্যকে কখনই মানতে চান না। উল্লেখ্য, ভারত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। ২৭ জুন সন্ধ্যায় সেমিফাইনাল ম্যাচ খে▨লবে ভারত। গত বছরের বিজয়ী ইংল্যান্ডকে হারানোর চ্যালেঞ্জ ভারতের সামনে। এই বিষয়ে যোগরাজ সিং বলেছিলেন যে ভারত অবশ্যই এই বছর বিশ্বকাপ জিতবে এবং এই সময়েও তিনি ধোনিকে খোঁচা মারতে ছাড়েননি।
আরও পড়ুন… IND vs ENG- বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নিꦅয়ে নিয়ম বদল করেছে আইসিসি, সেমিতে বড় সুবি𝄹ধা পেতে পারে ভারত
ধোনিকে নিয়ে কী কটূক্তি করলেন যোগরাজ সিং?
২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে ভারতের মুখোমুখি তিক্ত স্মৃতি ফিরিয়ে আনলেন যোগরাজ সিং। ২০২২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল। যার ফলে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙ্গে যায়। এখ🌼নও পর্যন্ত, ভারত শুধুমাত্র ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ♎জিতেছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ট্রফি জিতে আর ফাইনালে উঠতে পারেনি। ধোনি অধিনায়কত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই ভারতকে সাফল্যের দিকে নিয়ে যান।
আরও পড়ুন… পরিস্থিতি আমাদের অনুকূল ছিল না, মিডল অর্ডার ব্যাটিং আরও ভালো করতে হবে-সেমিতে হেরে অকপট😼 রশিদ
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং এর আগেও অনেকবার ধোনির সমালোচনা করেছেন এবং এবারও তিনি অযৌক্তিক কথা বলেছেন। সম্প্রতি তার সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যাতে তিনি বলছেন ভারত বিশ্বকাপ 🧔জিতবে। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এবার ধোনি দলে নেই, তাই ভারত বিশ্বকাপ জিতব। তিনি আরও দাবি♊ করেন যে ধোনির বিরুদ্ধে কথা বলেছিলেন গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাও।
আরও পড়ুন… IND vs ENG: বুমরাহ থেকে বাটলার, দুই দলের কোন ৬ প্🤡লেয়ার বদলে দিতে পারে T20 WC 2024 Se🌱mi Final-র রঙ
তিনি আরও বলেন, ‘একজন ভারতীয় হিসাবে, আমি মনে করি ভারতীয় দলের সফল হওয়া উচিত। এবার ধোনি নেই, তাই আমরা জ𝄹িতব। অন্যদিকে গৌতম গম্ভীর ও রোহিত শর্মাও এ🌞কই কথা বলছেন।’ তিনি আরও বলেন, ‘ধোনির কারণেই এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারের মুখে পড়তে হয়েছে।’
কী বললেন যুবরাজ সিংয়ের বাবা?
যোগরাজ সিং বলেন, ‘একজন ভারতীয় হিসেবে আমি চাই ভারত জিতুক। এমএস ধোনি না থাকায় ভারতের এখন বিশ্বকাপ জিতবে। গোটা বিশ্ব এটা বলছে। এমনটাই বলছেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মাও। CSK IPL 20🎀24 হেরেছে। কেন তার൲া হেরে গেল? এটা সহজ - আপনি যা বপন করেন তা কাটবেন। যুবরাজ সিং আইসিসির রাষ্ট্রদূত, তাঁকে স্যালুট! আর এই ঈর্ষান্বিত ধোনি, তিনি কোথায়? এমনকি তিনি যুবরাজের সঙ্গে হাত মেলাননি এবং সে কারণেই এই বছর সিএসকে ব্যর্থ হয়েছে।’