প্রতিটি ম্যাচে ভালো খেলছেন বোলাররা - সে স্পিনার হোক বা পেসার। আর বিশ্বকাপের শেষ দুটি ম্যাচে তো ধ্বংসলীলা চালিয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিরা। আর তা দেখে এই দুনিয়ায় যাঁদের মুখে সবথেকে চওড়া হাসি ফুটেছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের🏅 বোলিং কোচ পরশ মামব্রে। সেই বিষয়টি নিয়ে বোলিং কোচের সঙ্গে মজাও করলেন শামি। ভারত-শ্রীলঙ্কার ম্যাচের পর মামব্রকে খোঁচা দিয়ে বললেন, '(আমাদের জন্য) তো আপনার চাকরি বেঁচে যাচ্ছে।'
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের অন্দরে লাজুক শামির উপর সঞ্চালনার ভার পড়ে। যিনি ১৮ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, এবার বিশ্বকাপের তিন ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। আর বিশ্বকাপের ইতিহাসে ভারতের 🍒সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে উঠেছেন। সেই রেশ ধরেই বোলিং কোচ মামব্রের সঙ্গে আলাপচারিতা সারেন শামি। তাঁর সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেন ভারতীয় দলের বোলিং কোচ।
মামব্রে বলেন, 'আমার কেমন লাগছে, সেটা নিয়ে একেবারে সত্যি বলছি। যেভাবে তোমরা বোলিং করছ, সেটা বাইরে থেকে দেখে এত আনন্দ হয়, তা প্রকাশ করার কোনও ভাষা নেই। আজ তুমি উইকেট নিয়েছ। অন্যদিন হয়ত কেউ উইকেট নিচ্ছে। একটা ইউনিট হিসেবে দারুণ খেলছে বোলাররা। বাইরে থেকে সেটা দেখতে ꧂দারুণ লাগে। মনে হচ্ছে যে এরকম বাইরে থেকে দেখতে ভালো লাগছে, দেখে যাই। তোমাদের বিরুদ্ধে খেলার সময় ব্যাটারদের কীরকম অনুভূতি হচ্ছে, সেটা অনুভব করার ছিঁটেফোটা ইচ্ছা নেই আমার। আসন্ন ম্যাচগুলিতেও এরকম অনুভূতি পেতে চাই।'
বোলিং কোচের সেই কথা শেষ হতে না হতেই মজা করে ভারতের তারকা পেসার শামি বলেন, '(এ🗹কটা) বিষয় যে আপনার চাকরি বেঁচে যাচ্ছে।' তোমাদের সকলের কল্য𒐪াণে বেঁচে যাচ্ছে।' তা শুনে হো-হো করে হেসে ওঠেন ভারতীয় দলের বোলিং কোচ মামব্রে। হাসতে-হাসতেই তিনি বলেন যে ‘তোমাদের কৃপায় বেঁচে যাচ্ছে চাকরি।’
২০২৩ সালের বিশ্বকাপে শামির পারফরম্যান্স
এবার বিশ্বকাপে ভারতের প্রথম চারটি ম্যাচে খেলেননি শামি। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর প্রথম একাদশে সুযোগ পান। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁ꧑চ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে কাঁদিয়ে চার উইকেট তুলে নেন শামি। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে শামির ঝুলিতে আসে পাঁচটি উইকেট।
আরও পড়ুন: IND vs SL: কোনও রকেট সায়েন্স নয়, ভালো খাবার আর ছন্দ ধরে র🍰েখেই সাফল্য পাচ্ছি- ইতিহাস গড়ে ಌঅকপট শামি