শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বܫিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার তিনি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির বিচারে ওয়ানডে ফর্ম্যাটের সেরা বোলার অস্ট্রেলিয়ার পেসার জোশ হেজেলউড। আর তাঁকেই মঙ্গলবার বেদম পিটুনি দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ফলে নিজের ওয়ানডে কেরিয়ারে এক লজ্জার নজির গড়ে ফেললেন জোশ হেজেলউড। তাঁর ওয়ানডে কেরিয়ারের ইতিহাসে এক ওভারে সবথেকে বেশি রান দেওয়ার নজির গড়লেন তিনি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি সারতে নিজেদের মধ্যে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দল। সেই সিরিজের তৃতীয় ম্যাচেই ঘটেছে ঘটনাটি। পচেফস্ট্রুমে তৃতীয় দিনরাতের ওয়ানডে ম্যাচে এই লজ্জার নজির গড়লেন জোশ হেজেলউড।
৩২ বছর বয়সি অজি পেসারকে এদিন বেদম প্রহার করেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার এডেন মার্করাম। নিজের স্পেলের নবম ওভারে এদিন মার্করামের খুনে মেজাজের সম্মুখীন হতে হয় তাঁকে। ওই ওভারে ২৩ রান নেন এডেন মার্করাম। হাঁকান দুটি ছয়, দুটি চার, নেন একটি দুই রান এবং একটি একরান। ওভারের প্রথম বলে আসে একটি রান। দ্বিতীয় বলেই প্রোটিয়া ব্যাটার এডেন মার্করাম হাঁকান ছয়। তৃতীয় বলে নেন দুই রান। চতুর্থ বলে ফের হাঁকান একটি ছয়। এরপর পঞ্চম এ🐼বং ষষ্ঠ এই দুই বলেই হাঁকান দুটি বাউন্ডারি। অর্থাৎ ২৩ রানের মধ্যে মার্করাম একাই নেন ২২ রান।
ম্যাচের কথা বললে, এদিন প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে তারা করে ৩৩৮ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন এডেন মার্করাম। ৭৪ বඣল খেলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। মেরেছেন নয়টি চার এবং ৪টি ছয়। এছাড়াও ওপেনার কুইন্টন ডি'কক ৭৭ বলে ৮২ রানের একটি মারকুটে ইনিংস খেলেন। অপর ওপেনার তথা অধিনায়ক তেম্বা বাভুমা ৬২ বলে করেন ৫৭ রান। ইনিংস শেষে মাত্র ১৬ বলে ৩২ রানের একটি ঝোড়ো ইনিংস । জোশ হেজেলউড ৯ ওভার বল করে দেন ৭৪ রান। কোন মেডেন ওভার করেননি । পাশাপাশি একটি ও উইকেট পাননি তিনি। জবাবে মাত্র ২২৭ রানে অলআউট হয়ে যায় অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ৭৮,ট্রেভিস হেড ৩৮ এবং মিচেল মার্শ ২৯ রান ছাড়া আর কেউ বলার মতন রান পাননি। ফলে ১১১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা দল।