দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি মহিলা প্রিমিয়ার লিগের ১৬তম ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে রূদ্ধশ্বাস ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দল। দুর্দান্ত লড়াই করে জিতেছে মুম্বই। মহিলাদের প্রিমিয়ার লি൲গের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জিতল মুম্বই। রয়্যাল চ্যালেঞ্ꦉজার্স ব্যাঙ্গালোরকে হারানোর পর মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের মুখে পড়ল গুজরাট। ৯ মার্চ শনিবার খেলা এই ম্যাচে গুজরাটকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এদিনের ম্যাচ জিতে চলতি মহিলা প্রিমিয়ার লিগের প্লে অফে উঠল হরমনপ্রীতদের মুম্বই ইন্ডিয়ান্স।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স তিন উইকেট হারিয়ে এই রান অর্জন করেছে। মুম্বই শুরুটা ভালো করেছিল। ইয়াস্তিকা ভাটিয়া ও হ্যালি ম্যাথিউস প্রথম উইকেটে ৫১ রানের জুটি গড়েন। ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন হ্যালি ম্🌺যাথিউজ। তিন নম্বরে ব্যাট করতে আসা নাটালি সিভার ব্রান্টও এদিন ফ্লপ হয়েছেন। চার বলে মাত্র ২ রান করেন ব্রান্ট।
হরমনপ্রীতের বিস্ফোরণ
নাটালি সিভার ব্রান্টের ব্যাট এই পুরো মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নীরব ছিল। এমনকি এই ম্যাচে গুজরাটের বিরুদ্ধেও তিনি মাত্র দুই রান করেন। দুই রান করার পর নাটালি সিভার শবনমের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে ক্রিজে আসেন হরমনপ্রীত কৌর। এদিন তিনি অধিনায়কত্বের ইনিংস খেলেন এবং দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। হরমনপ্রীত কৌর ৪৮ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই সময়ে তিনি ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন। ১৯৭.৯২ স্ট্রাইক রেটে রান করেছিলেন হরমনপ্রীত কৌর। একটা সময়ে ৬ ওভারে মুম্বইয়ের দরকার ছিল ৯১ রান। হরমনপ্রীতের ব্যাট🍌ে সেই লক্ষ্য অর্জন করে মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময়ে ২০ বলে ২১ রান করেছিলেন পরে শেষ ২৭ বলে ৭৫ রান নিয়েছিলেন হরমনপ্রীত।
আরও পড়ুন… ডার্বি জিতে তি✃ন পয়েন্ট চায় মোহনবাগান- ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে কী বললেন হাবাস
গুজরাট ১৯০ রান করে
তবে তার আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট। গুজরাট দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান করে। দয়ালন হেমলতা, অধিনায়ক বেথ মুনির সঙ্গে গুজরাট দলকে মজবুত জায়গায় নিয়ে যান। দুই ব্যাটসম্যানই দ্বিতীয় উইকেটে ৬২ বলে ১২১ রানের জুটি গড়েন। এক সময় মনে হচ্ছিল গুজরাট দল সহজেই ২০০ স্কোর করবে। কিন্তু মুম্বই বোলাররা শেষ চার ওভারে শক্তিশালী প্রত্যাবর্তন করে এবং গুজরাটকে 𒐪১৯০ রানে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়।
আরও পড়ুন…🍷 এই ম্যাচে আমরা আমাদের প্রতীকের সন্মান বাঁচাতে নামব- ডার্বির আগে কী বললেন ইস্টবেঙ্গল কোচ?
বেথ মুনি ও হেমলতা আলোড়ন সৃষ্টি করেন
প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের অধিনায়ক বেথ মুনি দলের পক্ষে ৬৬ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে তিনি মারেন ৮টি চার ও তিনটি ছক্কা। অন্যদিকে দয়ালান𝔉 হেমলতা ৯টি চার ও দুটি ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যান ছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। তবে শেষ ওভারে দ্রুত ২১ রান যোগ করেন ভারতী ফুলমালি।