মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ান্স দল টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে💖 দল প্রথম মরশুমেই শিরোপা জিতেছিল। দ্বিতীয় আসরে রোমাঞ্চকর জয় দিয়ে শুরু করেছে দলটি। চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে মুম্বই। এবার দ্বিতীয় ম্যাচেও জয় পেল মুম্বই। এই ম্যাচে পাঁচ উইকেটে জিতল হরমনপ্রীত কৌরদের মুম্বই ইন্ডিয়ান্স। ছক্কা মেরে ম্য়াচ জেতান হরমনপ্রীত।
এই ম্যাচে গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে গুজরাট জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছিল ১২৬ রান। এদিনের ম্যাচে গুজরাটের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছিলেন তনুজা কানওয়ার। এ ছাড়াও দলের ক্যাপ্টেন বেথ মুনি ২২ বলে ২৪ রান করেছিলেন। ক্যাথরিন ব্রাইস ২৪ বলে ২৫ রান করেছিলেন। মুম্বইয়ের হয়ে চার উইকেট শিকার করেছিলেন অ্যামেলিয়া কের। ১২৭ রান তাড়া করত নেমে জবাবে মুম্বই ইন্ডিয়ান্স দল ১৮.১ ওভারে ৫ উইকেটে ১২৯ রান করে এবং ম্যাচটি ৫ উইকেটে জিতে নেয়। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৪৬ 𒉰রান করেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।
কেমন ছিল গুজরাট জায়ান্টসের ইনিংস?
প্রথমে ব্যাট করতে আসা গুজরাট জা🐼য়ান্টসের শুরুটা ছিল বাজে। প্রথম পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারায় দলটি। খাতা না খুলেই আউট হন ভেদা। হারলিন করতে পারেন মাত্র ৮ রান। গুজরাট তৃতীয় ওভারেই দুটি রিভিউ হারিয়েছে। লিচফিল্ড করতে পারেন মাত্র সাত রান। তিন রান করেন হেমলতা। ২২ বলে ২৪ রান করে আউট হন ক্যাপ্টেন বেথ মুনি। গার্ডনার আরও ১৫ রান যোগ করেন। স্নেহা অ্যাকাউন্ট খুলতে পারেননি। তনুজা ২৮ রান করেন এবং লি তাহুহুও খাতা খুলতে পারেননি।
কেমন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস?
১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয♓় ওভারেই প্রথম ধাক্কা খেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সাত রান করে আউট হয়েছিলেন ইয়াস্তিকা ভাটিয়া। সাত রানের অবদান করে আউট হয়েছিলেন হিলি ম্যাথিউজ। ১৮ বলে ২২ রান করে আউট হন ব্রান্ট। তবে এরপরে ইনিংসের হাল ধরে ছিলেন হরমনপ্রীত কৌর ও অ্যামেলিয়া কের। কের ২৫ বলে ৩১ রান করে আউট হন। তবে ইনিংস শেষ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ৪১ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হরমনপ্রীত।