ইন্ডিয়া এ দলের হয়ে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও সুযোগ পেয়েছিলেন শামস মুলানি। মুম্বইয়ের এই ক্রিকেটার ন𒈔িজের অলরাউন্ড পারফরমেন্স দিয়েই নজর কেড়েছেন। ব্যাটে এবং বলে তিনি সকলের নজর কাড়েন, এমন কি ফিল্ডিংয়েও তিনি তাক লাগিয়েছেন।💝 ইন্ডিয়া এ দলের সঙ্গে ইন্ডিয়া ডি দলের ম্যাচে প্রথম ইনিংসে যখন মায়াঙ্ক আগরওয়ালের দলের করুণ অবস্থা, পরপর ব্যাটাররা আউট হয়ে গেছেন। তখনই লোয়ার মিডল অর্ডার এবং টেলেন্ডারদের সঙ্গে নিয়েই লড়াই করেছিলেন শামস মুলানি। তাঁর গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংসের সৌজন্যেই লড়াইয়ের জমি পেয়েছিল ইন্ডিয়া এ দলে। এরপর বল হাতে নজর কাড়ার পাশাপাশি দুরন্ত রান আউট করে যশ দুবেকে সাজঘরে ফেরান মুম্বইয়ের এই ক্রিকেটার।
আরও পড়ুন-কল🀅কাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের! 💛ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার…
রান আউটের ক্ষেত্রে শামস মুলানির যেমন উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে হবে, ঠিক তেমনভাবে যশ দুবের দুর্ভাগ্যকেও দায়ি করতে হবে সমানভাবে। কারণ নন স্ট্রাইকার এন্ডে থাকা যশ দুবে যেভাবে আউট হলেন দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচে সেকন্ড ইনিংসে, তাতে কপাল খারাপ ছাড়া আর কোনও শব্দ বোধহয় খুঁজে বের করা কঠিন। যশ 🐷আউট না হলে, শ্রেয়স আইয়ারের ইন্ডিয়া ডি ম♌্যাচ বাঁচিয়ে নিতেও পারত।
আরও পড়ুন-বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উই🌌ন ম্যাচে হার রামনাথন-বালাজি জুটির…
দলীপ ট্রফিতে অথর্ব তাইদের সঙ্গেই ওপেনিংয়ে এসেছিলেন যশ দুবে। মধ্য প্রদেশের এই ক্রিকেটার খেলছিলেন ৩🌌৭ রানে। তিনি ছিলেন ননস🐼্টাইকার্স এন্ডে। তখন ব্যাটিং করছিলেন রিকি ভুই, যিনি শেষ পর্যন্ত শতরানও করেন। রিকি একটি শট খেলেন সামনের দিকে, যা সরাসরি চলে আসে যশ দুবের কাছে। নিজের শরীর সরিয়ে নিতে পারলেও বল যশের ব্যাটে লেগে বোলার শামস মুলানির কাছে চলে যায়। রিফ্লেক্স অ্যাকশনকে হার মানিয়ে যশ ক্রিজে ফেরার আগেই, উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে সেই বল উইকেটে ছুঁইয়ে দেন মুলানি, আর তাতেই সাজঘরে ফিরতে হয় যশকে।
ইন্ডিয়া ডি দলের এই পার্টনারশিপ ব্রেক হওয়ার সঙ্গে🐽 সঙ্গেই কার্যত জয়ের প্রহর গোনা শুরু করে দেয় শামস মুলানিদের ইন্ডিয়া এ শিবির। কারণ ততক্ষণে রিকি আর যশের জুটি সেট হয়ে গেছিল। শেষ পর্যন্ত ১৮৬ রানে ইন্ডয়িা ডি দলকে হারিয়ে দেয় ইন্ডিয়া এ দল। ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শামস মুলানিরা রয়েছেন পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। তাঁদের পরের ম্যাচ রুতুরাজ গায়েকওড়াদের ইন্ডিয়া সি দলের সঙ্গে।