শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে ভারতীয় ক্ꦫরিকেটে অন্যতম তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল। তিন ফর্ম্যাটেই বেশ ভালো ফর্মে রয়েছেন এই ব্যাটার। ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি। সামনেই রয়েছে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ। তার আগে নিজেকে প্রস্তুত করে নিত𝓡ে এই মুহূর্তে তিনি খেলছেন দলীপ ট্রফিতে।
ভারতের ঘরোয়া ক্রিকেটের মরশুমে এটাই প্রথম লাল বলের টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট খেলেই নিজেকে তৈরি করছেন তাসকিন আহমেদদের বিরুদ্ধে খেলার জন্য। এই সিরিজ খেলতে নামার আগে এবার ভারতীয় ঘরোয়া ক্রিকেট, ভারত﷽ের লাল বলেꦦর মরশুম (আসন্ন টেস্ট সিরিজ) নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।
ভারতের ঘরোয়া🥀 ক্রিকেটে দলꦜীপ ট্রফির মতন টুর্নামেন্টের গুরুত্ব নিয়ে কথা বলেছেন তিনি। কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট তা তিনি বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি ভারতীয় দলের হয়ে লাল বলের ফর্ম্যাটে খেলার যে তাঁর আকাঙ্ক্ষা সেই কথাও তুলে ধরেছেন তিনি। বয়স মাত্র ২২ বছর। এই বয়সেই তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করে নজর কেড়ে নিয়েছেন সকলের।
তাঁর মতে দলীপ ট্রফির 🎉মতন ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটারদের উন্নতিতে সাহায্য করে। বিষয়টি নিয়ে তাঁকে জিও সিনেমার তরফে একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানেই পুরো বিষয়টি তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।
আরও পড়ুন:- গত ১ বছরে সব থেকে বেশি আয় করেছেন কোন ক্রীড়াবিদরা? সেরা দশে রয়েছে🥀ন কোহলি
জিও সিনেমাকে যশস্বী জয়সওয়াল জানিয়েছেন,෴ ‘দলীপ ট্রফি বা রঞ্জি ট্রফির মতন টুর্নামেন্ট যখন খেলার সুযোগ পাই, তখন সেটা আমাদের কাছে দুর্দান্ত একটা সুযোগ। আমি এই সুযোগকে কাজে লাগাতে মুখিয়ে রয়েছি। আমি আশা করছি নিজের খেলা উপভোগ 🌃করব। আমি আমার নিজের সেরাটা উজাড় করে দেব। এখানে দাঁড়িয়ে প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য লড়াই করছি। প্রতিটা ম্যাচ জয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমাকে নিশ্চিত করতে হবে আমি যেন দলের প্রয়োজনে আমার সেরাটা দিতে পাജরি। ভারতের হয়ে খেলার যে কোনও সুযোগ পাওয়াটাই বিরাট বড় একটা বিষয়। বিরাট বড় একটা পাওনা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সꦯুযোগ পাওয়াটাই তো বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে।’
প্রসঙ্গত ভার🍌ত দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ꦕএবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এরপর তারা ঘরের মাঠেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর নভেম্বর মাসে বর্ডার গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল।