ভারতীয় ক্রিকেট দলের তিন তারকা যুব🌳রাজ সিং, মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেব। তিন জনেই জিতেছেন বিশ্বকাপ। এর মধ্যে কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি জিতেছেন অধিনায়ক হিসেবে। মাহির সঙ্গে একই দলে থেকে বিশ্বকাপ জিতেছেন যুবরাজ সিংও। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্🥃ধে ৬ বলে ৬টা ওভারবাউন্ডারি মারা হোক বা ২০১১ বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হওয়া, ভারতীয় দলে যুবরাজ সিং প্রমাণ করে দিয়েছিলেন নিজের অপরিহার্যতা।
যুবির ক্রিকেট থেকে অবসরের জন্য দীর্ঘদিন ধরেই মহেন্দ্র সিং ধোনিকে দায়ি করে আসছেন তাঁর বাবা যোগরাজ সিং। বরাবরই তিꦏনি মাহির বিরুদ্ধে অভিযোগ করেছেন, ধোনির জন্যই যুবি জাতীয় দলে আর খেলার সুযোগ পাননি। এবার এক সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকেও একহাত নিলেন যুবির বাবা, যা সোশাল মিডিয়ায় আসতেই হইচই শুরু হয়ে গেছে।
বরাবরই ধোনি বিরোধী হিসেবে পরিচিত যোগরাজ সিং সম্প্রতি কপিল দেবকে নিয়ে এক সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য করেছেন, যা বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য যথেষ্টই অবমাননাকর। কপিলের সঙ্গেও তাঁর বিরোধিতা দীর্ঘদিনের। ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্যই জাতীয় দলে তাঁর সুযো🥃গ হয়নি বলে দীর্ঘদিন দাবি করেছেন যোগরাজ। এবার নিজের ছেলে যুবরাজ সিংয়ের সাফল্যের সঙ্গেই কপিল দেবের তুলনা টেনে, তাঁকে ছোট করলেন🐟 যোগরাজ সিং।
এক সাক্ষাৎকারে যোগরাজ সিং বললেন, ‘আমি কপিল দেবকে একদিন ব෴লেছিলাম তোমায় আমি ছাড়ব না, লোক হাসবে তোমায় দেখে। আজ দেখ। আম༺ার ছেলে যুবরাজ সিং কতগুলো ট্রফি জিতেছে, আর সেখানে কপিল দেব মাত্র একটা বিশ্বকাপ জিতেছে ’। ১৯৮১ সালে নিজের দল থেকে বাদ পড়ার জন্যই কপিলকে দায়ি করেছেন তিনি।
মহেন্দ্র সিং ধোনিকে 🐼নিয়ে তিনি বলেছেন, ‘আমি কখনই ধোনিকে ক্ষমা করব না। আইনায় ওর উচিত নিজেকে দেখা। ও অনেক বড় ক্রিকেটার হতে পারে, কিন্তু যেটা ও আমার ছেলের সঙ্গে করেছে সেগুলো এখন সামনে আসছে। আমি জীবনে ওকে কোনওদিন ক্ষমা করতে পারব না। আমি আমার জীবনে দুটো জিনিস কখনও করিনি। প্রথমত যে আমার ক্ষতি করেছে আমি কখনও তাঁকে ক্ষমা করিনি, আর তাঁকে কখনও জড়ি🦹য়েও ধরিনি, সেটা আমার ছেলেরা হোক কিংবা পরিবারের কেউ ’।
২০১৯ সালে ক্রিকেট থেকে অবসরের পর বর্তমানে ক্রিকেটার তুলে আনার কাজে ব্যস্তি রয়েছেন যুবরাজ সিং। অভিষেক শর্ম✤াসহ একাধিক ক্রিকেটারই যুবির কাছে ট্রেনিং নিয়ে আইপিএলসহ দেশের ক্রিকেটে প্রতিষ্ঠা পাচ্ছে।