নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপের ম্যাচ দিয়ে এবছর কাউন্টি ক্রিকেটဣে আবির্ভাবেই ৫ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। সেই ম্যাচে প্রতিপক্ষ দল ছিল কেন্ট। এবার ডার্বিশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৫ উইকেট নিয়ে দলকে ♈সুবিধাজনক পরিস্থিতিতে টেনে তোলেন চাহাল।
ঘ🐟রের মাঠে ডার্বিশায়ারের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নর্দাম্পটনশায়ার। যদিও বড় রানের ইনিংস গড়া সম্ভব হয়নি তাদের পক্ষে। নর্দাম্পটনশায়ার প্রথম ইনিংসে ২১৯ রানে অল-আউট হয়ে যায়। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন সইফ জায়েব। তিনি ১৪৪ বলে ৯০ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। মারেন ১০টি চার ও ২টি ছক্কা।
এছাড়া হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন জাস্টিন ব্রড। তিনি ৬৪ ♑বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন। কার্যকরী ইনিংসে জাস্টিন ৫টি চার মারেন। জেমস সেলস ২৩, লিউক প্রোক্টর ১২ ও লুইস ম্যাকমানাস ১৪ রানের যোগদান রাখেন। ওপেন করতে নেমে পৃথ্বী শ ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে আউট হন। যুজবেন্দ্র চাহাল ১১ নম্বরে ব্যাট করতে নামেন। তিনি ১৪ বল খেলে অপরাজিত থাকেন। যদিও কোনও রান সংগ্রহ করতে পারেননি যুজি।
ডার্বিশায়ারের হয়ে প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন জ্🧸যাক চ্যাপেল, মার্টিন অ্যান্ডারস🔴ন ও জ্যাক মরলি। ১টি করে উইকেট নেন হ্যারি মুর, লুইস রিস, অ্যালেক্স থমসন ও ডেভিড লয়েড।
হাতে বড় রানের পুঁজি না থাকলেও প্রথম ইনিংসের নিরিখে লিড নিতে সক🧜্ষম হয় নর্দাম্পটনশায়া💝র। সৌজন্যে যুজবেন্দ্র চাহালের অনবদ্য বোলিং। পালটা ব্যাট করতে নামা ডার্বিশায়ারের প্রথম ইনিংস মাত্র ১৬৫ রানে গুটিয়ে দেয় নর্দাম্পটনশায়ার।
লুইস রিস ৫০, ব্রুক গেস্ট ২৮, ওয়েন ম্যাডসেন ৪৭ ও ডোনাল্ড ২১ রান করেন। ক্যাপ্টেন লয়েড ১ রান করে আউট হন। চাহাল ১৬.৩ ওভার বল করে ২টি মেডেন-সহ ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৬৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন রব। ১টি করে উইকেট পকেটে পোরেন বেন স্যান্ডারসন ও✤ জাস্টিন ব্রড।
অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ৫৪ রানের লিড পেয়ে যায় নর্দাম্পটনশায়ার। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে নর্দাম্পটন। পৃথ্বী🐎 দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৮ বলে ২ রান করে সাজঘরে ফেরেন।