রবিবার হারারেতে ভারত ও জিম্বাবোয়ের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি খেলা হচ্ছে। এই ম্যাচে দুটি পরিবর্তন করেছে ভারতীয় দল। এই ম্যাচে জায়গা পেয়েছেন রিয়ান পরাগ ও মুকেশ কুমার। বিশ্রাম দেওয়া হয়েছে খলিল আহমেদ ও রুতুরাজ গায়কোয়াড়কে। একটি পরিবর্তন করেছিল জিম্বাবোয়ে। প্লেয়িং ইলেভেনে জায়গা পেয়েছেন ব্রেন্ডন মাভুতা। ভারত সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল কিন্তু তার পরে দলটি শক্তিশালী প্রত্যাবর্তন করে এবং টানা তিন ম্যাচ জিতে শেষ ম্যাচে মাঠে নামার আগেই সিরিজ জিতে নিয়ে♕ছে।
তবে শেষ ম্যাচে মাঠে নেমে এক অনন্য নজির গড়েছে শুভমন গিলের টিম ইন্ডিয়া। কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সর্বাধিক ৬ মারার রেকর্ড না ভাঙলেও এই সিরিজে টিম ইন্ডিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে যত সংখ্যক ছক্কা হাঁকিয়েছে তাতে করে এই তালিকার দুই নম্বরে উঠে এসেছে তারা। আসলে এই ♛তালিকার শীর্ষে রয়েছে ২০২৩ সালে ভারত বনাম𝕴 অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ সেই সময়ে ভারতীয় দল মোট ৪৬টি ছক্কা হাঁকিয়েছিল, এবং এটাই হল ভারতের কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বাধিক ৬ মারার রেকর্ড।
আরও পড়ুন… পরবর্তী কোহলি-রোহিত! এই তুলনাটাই কি বাড়তি চাপ তৈরি করছে? কী বললে🧜ন যশস্বী জয়সওয়াল?
চলুন দেখে নেওয়া যাক এই তালিকা-
৪৬টা ছক্কা বনাম অস্ট্রেলিয়া, ২০২৩
৩৮টা ছক্কা বনাম জিম্বাবোয়ে, ২০২৪
৩৫টি ছক্কা বনাম নিউজিল্যান্ড, ২০২০
৩৫টি ছক্কা বনাম ইংল্যান্ড, ২০২১
৩৫টি ছক্কা বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২২
৩৫টি ছক্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২২
৩৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩
ত🎃বে নতুন টিম ইন্ডিয়ার এটাই তো শুরু। বিশেষজ্ঞরা মনে করেন এই রেকর্ডের তালিকায় খুব তাড়াতাড়ি নতুন নাম লিখবে টিম ইন্ডিয়ার নতুন এই দল। তবে জিম্বাবোয়ের মাটিতে গিয়ে T20I-তে এত ছক্কা এই প্রথম হাঁকাল টিম ইন্ডিয়া। এই সিরিজের শেষ ম্যাচেই ১১টি ছক্কা হাঁকিয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… সাইনা নেহওয়ালকে নিয়ে রসিকতা, পরে চাপের মুখে পোসꦍ্ট ডিলিট করে ক্ষমা চাইলেন KKR তারকা
এদিনের ম্যাচের কথা জেনে নেওয়া যাক। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে আসা ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি। পাওয়ারপ্লেতেই তিন উইকেট হাꦯরায় দলটি। যশস্বী জয়সওয়াল ৫ বলে ১২ রান করার পর আউট হন, অভিষেক শর্মা ১১ বলে ১৪ রান 🎉করে আউট হন এবং অধিনায়ক শুভমন গিল ১৪ বলে ১৩ রান করে আউট হন। এরপর সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের মধ্যে চতুর্থ উইকেটে ৫৬ বলে ৬৫ রানের জুটি গড়ে ওঠে। ২৪ বলে ২২ রান করে আউট হন রিয়ান পরাগ। ৪৫ বলে ৫৮ রান করে আউট হন সঞ্জু স্যামসন। এদিন সঞ্জু ব্যাট হাতে নিজের ইনিংসে মারেন চারটি ছক্কা ও একটি চার।