পঞ্জাবে বিপুল জয় পেয়েছে আম আদমি পার্টি। আর এবার জাতীয় পার্টির তকমা পাওয়ার মানদন্ডের একেবারে কাছাকাছি চলে এসেছে কেজরিওয়ালের দল। বর্তমানে বিজেপি ও কংগ্রেস সহ সাতটি রাজনৈতিক দলের জাতীয় পার্টির মর্যাদা রয়েছܫে। নির্বাচন কমিশনের তথ্য তেমনি বলছে। এদিকে জাতীয় পার্টির মর্যাদা পেলে সমস্ত নির্বাচনেই তাদের নিজস্ব প্রতীকে লড়তে পারবে আপ। রাজধানীতে পার্টি অফিসও তারা করতে পারবে। এমনকী সাধারণ নির্বাচনের সময় আকাশবাণী ও দুরদর্শনে সম্প🌼্রচারেরও সুযোগ পাবেন তারা। এমনকী ভোটের প্রচারে ৪০জন পর্যন্ত তারকা প্রচারককে তাঁরা রাখতে পারবেন।
জাতীয় পার্টির মর্যাদা পাওয়ার জন্য অন্ততপক্ষে চারটি বা তার বেশি রাজ্যে লোকসভা বা বিধানসভ🍃া ভোটে ৬ শতাংশ ভোট নিজেদের রাখতে হয়। সেই নিরিখে কেজরিওয়ালের পার্টি ৫৪ শতাংশ ভোট পেয়েছিল দিল্লিতে, ৪২ শতাংশ পেয়েছে পঞ্জাবে, ৬.৭৭ শতাংশ গোয়ায়, উত্তরাখন্ডে এখনও পর্যন্ত ৩.৪ শতাংশ ও উত্তরপ্রদেশে ০.৩ শতাংশ ভোট। তবে আপের ঝুলিতে বর্তমানে একজনই এমপি রয়েছেন। পাশাপাশি কোনও দল যদি লোকসভায় ২ শতাংশ ভোট পায় ও তিনটি আলাদা রাজ্য থেকে সেই এমপিদের জিতে আসেন, তাহলেও জাতীয় পার্টির মর্যাদা পাওয়া সম্ভব। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামীতে গুজরাত ও হিমাচল প্রদেশের নির্বাচনে জাতীয় পার্টির মর্যাদা পাওয়ার জন্য ফের সুযোগ পাবে আপ।