দেবভূমি উত্🉐তরাখণ্ডের হাইভোল্টেজ নির্বাচনে কার্যত 'কাঁটে কি টক্কর' এ বিজেপি, কংগ্রেস। গণনার সকাল থেকেই দুই শিবিরের ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতিতে দখল পোক্ত রাখতে উত্তরাখণ্ড কার্যত বিজেপি ও কংগ্রেস দুই দলের কাছেই ছিল পাখির চোখ। আপাতত কয়েক রাউন্ডের গণনার পর সেখানে ম্যাজিক ফিগার পার করে গিয়েছে বিজেপি। উত্তরাখণ্ডে ৩৬ হল ম্যাজিক ফিগার। সেখানে ৭০ আসনের বিধানসভার লড়াইতে বিজেপি এগিয়ে রয়েছে ৩৯ আসনে।
সকাল থেকে ভোটের প্রাথমিক ট্রেন্ডে দেখা যায়, উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে বিজেপির সেনাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পিছিয়ে ছিলেন খাতিমা কেন্দ্রে। পরবর্তীকালে তিনি ৭৫ ভ🦂োটে এগিয়ে যেতে শুরু করেন। ততক্ষণে বিজেপি দেবভূমের দখল ধরে রাখতে ম্যাজিক ফিগার পার করে গিয়েছে। উত্তরাখ কংগ্রেস এগিয়ে রয়েছে ১৭ আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৩৯ টি আসনে। মায়াবতীর বিএসপি ২ টি আসনে এগিয়ে। উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষার বিচারে উত্তরাখণ্ডে কংগ্রেস বনাম বিজেপির প্রবল লড়াই হওয়ার আভাস ছিল। আর সেই তত্ত্বকেই কার্যত বাস্তব রূপ দিচ্ছে ১০ মার্চের ভোট গণনার ফলাফল।
উল্লেখ্য, ২০১৭ সালে ৫৭ টি আসন উত্তরাখণ্ডে ছিল বিজেপির দখলে।♏ আর কংগ্রেস সেবার পেꦚয়েছিল ১১ টি আসন। এদিকে, ২০২২ সালে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে কংগ্রেসের এগিয়ে থাকা আসনের সংখ্যায় ১৭ টি আসন রয়েছে, বিজেপি এগিয়ে ৩৯ টিতে। প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরখাণ্ড ভোটের এই ফলাফল জাতীয় রাজনীতির অঙ্কে ছাপ ফেলবে বলে মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে দেবভূমি উত্তরাখণ্ডের রাজনীতিতে ভোটে কোন পরিণাম আসে সেদিকে তাকিয়ে গোটা দেশ।