পঞ্চায়েত ভোটের মগডালে উঠে বসে পড়ল তৃণমূল কংগ্রেস। বহু পিছনে পড়ে থাকল বিজেপি। সেটা পঞ্চয়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ- তৃণমূলের সহস্র যোজন পিছনে আছে গেরুয়া শিবির। নির্ব💙াচন কমিশনের তথ্য অনুযায়ী (আপাতত যতটা ফলাফল বেরিয়েছে), এবারের পঞ্চায়েত ভোট একটিই সান্ত্বনা পুরস্কার পেয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা- বামেদের জায়গায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তাঁরা। তারইমধ্যে পঞ্চায়েতের ফলাফল থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে জোট করে লড়াই করলে বিজেপিকে লড়াই 🌜দিতে পারবে বাম ও কংগ্রেস।
(WB Panch🌱🎐ayat Election Result 2023 Live Updates: পঞ্চায়েত ভোটের লাইভ আপডেট দেখুন)
পঞ্চায়েত ভোটের ফলাফলের আপডেট (নির্বাচন কমিশনের তথ্য)
— ꧙জেলা পরিষদ: সকাল ন'টা পর্যন্ত ২০৮টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ২৫৬টি আসনে। ব𝄹িজেপি চারটি আসনে জিতেছে। সাতটি আসনে এগিয়ে আছে। বামেরা পাঁচটি আসনে এগিয়ে আছে। কংগ্রেস চারটি আসনে এগিয়ে আছে। একটি আসনে টাই আছে।
— গ্রাম পঞ্চায়েত: বুধবার সকাল ন'টার আপডেট অনুযায়ী, ৩২,৬২৯টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। ১,১৩৮টি আসনে এগিয়ে আছে। বিজেপি জিতেছে ৮,৯২৬টি আসনে। ২৮৪টি আসনে এগিয়ে আছে। বামেরা ২,৮৬২টি আসনে জিতেছে। এগিয়ে আছে🍌 ১৮৬টি আসনে। কংগ্রেস জিতেছে ২,৩৪১টি আসনে। ১০৩টি আসনে এগিয়ে আছে। অন্যান্যরা জিতেছে ৮০৪টি আসনে। ১৬টি আসনে এগিয়ে আছে। ১,৯২৭টি আসনে জিতেছে নির্দলরা। এগিয়ে আছে ৫৬টি আসনে। ৫০৭টি টাই আছে।
— গ্রাম পঞ্চায়েত: তৃণমূল কংগ্রেস জিতেছে ২৯,৬৬৫টি আসনে। ১,৫২৭টি আসনে এগিয়ে আছে। ৮,০২১টি আসনে জিতেছে বিজেপি। ৪০৬টি আসনে এগিয়ে আছে। বামেরা ২,৫৭২টি আসনে জিতে🍒ছে। ২৫৮টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস জিতেছে ২,০৯৪টি আসনে। ১৩১টি আসনে এগিয়ে আছে। অন্যান্যরা ৭৪৬টি আসনে জিতেছে। ২২টি আসনে এগিয়ে আছে। ১,৭২৬টি আসনে জিতেছে নির্দলরা। ৮৮টি আসনে এগিয়ে আছে।
— পঞ্চায়েত সমিতি: ২,১৫🐷৫টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ৪৯৩টি আসনে এগিয়ে আছে। ২১৪টি আসনে জিতে গিয়েছে বিজেপি। ১১৩টি এগিয়ে আছে। বামেরা ৪৯টি আসনে জিতেছে। ৫০টি আসনে এগিয়েছে বামেরা। অন্যান্যরা ৮২টি আসনে জিতেছে। ১৩টি এগিয়ে আছে। ৫৮টি আসনে জিতেছে নির্দলরা। ১৭টি আসনে এগিয়ে আছে।
— জেলা পরিষদ: হুগলিতে একটি, পুরুলিয়ায় দুটি এবং ☂পূর্ব বর্ধমানে দুটি আসনে এগিয়ে আছে বামেরা। পুরুলিয়ার একটি আসনে এগিয়ে আছে কংগ্রেস।
— কোথায় কোথায় জেলাඣ পরিষদের আসনে এগিয়ে আছে বিজেপি? নদিয়া (১),𒁃 দক্ষিণ ২৪ পরগনা (১), হুগলি (৪), পূর্ব মেদিনীপুর (১), পশ্চিম মেদিনীপুর (২) এবং বাঁকুড়া (১)।
— কোথায় কোথায় জেলা পরিষদের আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস? মুর্শিদাবাদ (২), নদিয়া (৩), উত্তর ২৪ পরগনা (৩), দক্ষিণ ২৪ পরগনা (১৬), হাওড়া (৭), হ💟ুগলি (৮), পূর্ব মেদিনীপুর (৫), পশ্চিম মেদিনীপুর (১৪), পুরুলিয়া (৬), বাঁকুড়া (৩), পূর্ব বর্ধমান (১১🌺) এবং বীরভূম (২) এবং পশ্চিম বর্ধমান (১১)।
— কোথায় কোথায় জেলা পরিষদের আসন জিতেছে তৃণম𝔉ূল কংগ্রেস? উত্তর ২৪ পরগনা (৯), দক্ষিণ ২৪ পরগনা (১৪), হাওড়া (৮), হুগলি (১), পশ্চিম মেদিনীপুর (৯), বাঁকুড়া ✅(১০), পূর্ববর্ধমান (৮), বীরভূম (১৩) এবং পশ্চিম বর্ধমান (৫)।
— আপাতত জেলা পরিষদে ৭৭টি আসনে 🔯জিতেছে তৃণমূল কংগ্রেস। ৯২টি আসনে এগিয়ে আছে। বিজেপি ১০টি আসনে এগিয়ে আছে। সিপিআইএম এগিয়ে আছে পাঁচটি আসনে। একটি আসনে এগিয়ে আছে ক❀ংগ্রেস। পাঁচটি আসন টাই হয়ে আছে।
– সন্ধ্যা ছ'ট𓆉া পর্যন্ত রাজ্যের ৯২৮টি জেলা পরিষদের মধ্যে ১৮টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ৩০টি আসনে। একটি আসনে সিপিআইএম এগিয়ে আছে। দক্ষিণ ২৪ পরগনায় ছ'টি, উত্তর ২৪ পরগনায় তিনটি, বীরভ🦩ূমে সাতটি আসন, বাঁকুড়ায় একটি আসন, পূর্ব বর্ধমানে একটি আসনে জিতে গিয়েছে তৃণমূল।
– দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত ৮,২৩২ আসনে জিতছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ২,৭১২ আসনে। বিজেপি জিতছে ১,৭১৪টি আসনে। এগিয়ে আছে ৭৩৪টি আসনে। বামেরা ৬৪৩টি আসনে জিতেছে। এগিয়ে আছে ৫৬৯টি আসনে। কংগ্রেস এগিয়ে আছে ২১৫টি আসনে। ৩৬২টি আসনে জিতেছে। অন্যান্যরা ২১৯টি আসনে জিতেছে। ৭০টি আসনে এগিয়ে আছে। নির্দলরা ৪৫৮টি জিতেছে। এগিয়ে আছে ১৭৯টি আসনে। টাই আছে ৯৯৫ট♎ি আসনে।
– দুপুর ১টার ট্রেন্ড অনুযায়ী, তৃণমূল কংগ্রেস এগিয়ে আসছে ৩,১৬৭টি আসনে। জিতে গিয়েছে ৩,৭০২টি আসনে। বিজেপি জিতেছে ৬৭৩ট🥀ি আসনে। এগিয়ে আছে ৭৮২টি আসনেౠ। বামেরা ৬৮০টি আসনে এগিয়ে আছে। জিতেছে ২৭৮টি আসনে। কংগ্রেস ইতিমধ্যে ১০৭টি আসনে জিতে গিয়েছে। এগিয়ে আছে ২৪১টি আসনে। অন্যান্যরা ১৩৭টি আসনে জিতে গিয়েছে। ৯১টি আসনে এগিয়ে আছে। নির্দলরা ২১৭টি আসনে জিতেছে। এগিয়ে আছে ২৩৯টি আসনে।
– রাজ্য নির্বাচনের কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ৯৪২টি গ্রাম পঞ্চায়েত আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ২,৫৯০ আসনে। বিজেপি ১০৩টি আসনে জিতেছে। ৬৮১টি আসনে এগিয়ে আছে। বামেরা ৫০টি আসনে জিতেছে। ৫৯৪টি আসনে এগিয়ে আছে। কংগ্রেসের জয়ের খাতায় ইতিমধ্যে ২৬টি আসন উঠে গিয়েছে। এগিয়ে আছে ১৬৭টি আসনে। অন্যান্যরা ৬৪টি আসনে জিতেছে। ৯৩টি আসনে এ💖গিয়ে আছে। নির্দলরা ৫৯টি আসনে জিতেছে। ২৪১টি আসনে এগিয়ে আছে।
— পঞ্চায়েত ভোটের 'রেসে' অনেকটা দূর এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানের জন্য লড়াই চলছে বিজেপি এবং বামেদের। ꩵ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামেদের দ্বিতীয় স্থান হাতছাড়া হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে পুরনির্বাচনে কিছুটা স্বস্তি মিলেছে। সেই পরিস্থিতিতে কোন দল দুই নম্বরে থাকবে, তা যথেষ্ট মর্যাদার বিষয় হতে চলেছে। আপাতত তিন নম্বরে আছে বামেরা। বেশ খানিকটা এ🅷গিয়ে আছে বিজেপি। কংগ্রেসের অবস্থা তেমন সুবিধাজনক নয়।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে মোট আসন সংখ্যা
২০২৩ সালের পঞ্চায়েত ভোটের পরিসংখ্যান অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতে মোট আসনের সংখ্যা ৬৩,২৯৯। পঞ্চায়েত সমিতিতে মোট আসনের সংখ্যা ৯,৭৩৯। জেলা পরিষদে মোট আসনের সংখ্যাꦬ ৯২৮। সার্বিকভাবে মোট ৭৩, ৮৮৭টি আসনের মধ্যে ৯,০১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। যা শতাংশের বিচারে ১২.১৯। গ্রাম পঞ্চায়েতে ৮,০০২টি আসন, পঞ্চায়েত সমিতিতে ৯৯১টি আসন, জেলা পরিষদে ১৬টি আস🌟নে ভোট হয়নি।