মুর্শিদাবাদে এখনও চাপা সন্ত্রাস। তার মধ্য়েই বের হয়েছে পঞ্চায়েত ভোটের ফলাফল। এবার দেখে নেওয়া যাক মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের সর্বশেষ ফলাফল। সর্বত্রই সবুজের জয়। পদ্মফুলের অবস্থ💮া বেশ সঙ্গীন। কংগ্রেসও ব্যাকফুটে।
মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৫৫৯৩।
৫৫৯১টি আসনে ভোট হয়েছিল।
এখানে ২৯০০টি আসন🥀ে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি ৫১৭টি আসনে জয়ী হয়েছে। সিপিআই দুটি আসনে জয়ী। সিপিএম ৫৫৪টি আসনে জ🌸য়ী। কংগ্রেস ১১২৮টি আসনে জয়ী হয়েছে। অন্যান্যরা ২৫৫টি আসনে জয়ী হয়েছে। কার্যত অধীর চৌধুরীর খাসতালুকে এবারও মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। তৃণমূলকে টপকাতে পারল না।
পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ৪৪২ তℱৃণমূলের, ৪৬টিতে বিজেপি, ৫৩টিতে জয়ী সিপিএম, ১২৮টি আসনে কংগ্রেস জয়ী হয়েছে। ৯টি আসনে অন্যান্যরা জয়ী হয়েছে।
জেল✱া পরিষদের ক্ষেত্রে তৃণমূল ৬৫টিতে জয়ী হয়েছে।সিিপিএম ২টি ও কংগ্রেস ৫টি আসনে জয়ী হয়♏েছে।
মালদার ভোটের সর্বশেষ ফলাফলটা জেনে নিন।
মালদায় গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩১৮৬টি।
তৃণমূল ১৩৯২টিতে জয়ী হয়েছে। বিজেপি ৫৪৯টিতে জয়ী হয়েছে। সিপিএম ১৯০টিতে এগিয়ে রয়েছে। কংগ্🅘রেস ৬৪১টি আসনে জয়ী হয়েছে। অন্💮যান্যরা ১৪০টি আসনে জয়ী হয়েছে।
পঞ্চায়েত সমিতিতে মালদায় 🌟তৃণমূল ২০৬টি আসনে, বিজেপি ৭১টিতে, কংগ্রেস ৭৮টিꩲতে জয়ী হয়েছে। সিপিএম জয়ী হয়েে ১৩টিতে
তাৎপর্যপূর্ণভাবে মালদা মানেই এক সময় ছিলেন গনি খানের মতো প্রবাদপ্রতীম কংগ্রেস নেতা। সেই ট্রেন্ড আজ অতীত। কংগ্রেসের গড়ে এখন ধীরে ধীরে মাথা তুলছে বিজেপি। সব থেকে বড় কথা মালদা ও মুর্শিদাবাদ দুটি জেলাতেই সংখ্য়ালঘু অধ্যুষিত প্রচুর এলাকা রয়েছে। সেখানে কংগ্রেসের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফে꧅লছে বিজেপি। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
তবে সামনেই লোকসভা ভোট। তার আগে নীচুতলায় বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। কংগ্রেসের কাছেও বড় শিক্ষা। গড় অনেকদিন আগেই হাতছাড়া। এবার একেবারে ধরাশায়ী অবস্থা। সেক্ষেত্রে কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? কার্যত ভ💖োট কাটাকুটির সুবিধা পেল ঘাসফুল শিবির।&n🌌bsp;